বিনোদন ডেস্ক: বছরের শুরুতেই শোকের ছায়া নেমে এল টালিউড ইন্ডাস্ট্রিতে। ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন পরিচালক অরুণ রায়।
আরও পড়ুন: শাকিবের সিনেমায় রিয়া
চিকিৎসক ও সহশিল্পীদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই পরিচালক। এর মধ্যে হাসপাতালে গিয়ে পরিচালককে দেখে এসেছিলেন অভিনেতা দেব। এবং হাসপাতালে অরুণ রায়ের পাশে সবসময় ছিলেন ওপারের অভিনেতা কিঞ্জল নন্দ।
২০২৩-এ মুক্তি পেয়েছিল অরুণ রায় পরিচালিত ও দেব অভিনীত ছবি 'বাঘাযতীন'। শারীরিক অসুস্থতা নিয়েই এই ছবির প্রচার করেছিলেন অরুণ রায়। প্রথম থেকে যদিও সাহস যুগিয়ে গেছেন দেব। তবে ক্যানসার আক্রান্ত হওয়ার পর থেকেই বিশ্রামে থাকা খুব একটা পছন্দ করতেন না পরিচালক নিজেও। তাই একটু সুস্থ হলেই কাজ শুরু করেছিলেন।
সান নিউজ/এএন