বিনোদন ডেস্ক: ২০২৪ সালটা যেকোনো মূল্যেই ভুলতে চাইবেন ওপার বাংলার অভিনেত্রী রিয়া গাঙ্গুলী।
আরও পড়ুন: বিয়ে করলেন অভিনেত্রী প্রিয়ন্তী
ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের সঙ্গে একই ছবিতে অভিনয় করছেন রিয়া। ইতোমধ্যেই শুটিংয়েও অংশ নিয়েছেন তিনি। ‘বরবাদ’ সিনেমায় খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন রিয়া।
তিনি বলেন, এই চরিত্র নিয়ে বিশেষ কিছু বলতে না পারলেও এতটুকু বলতে পারি, সম্পূর্ণ ইতিবাচক একটি চরিত্র। যে চরিত্রকে দেখে চোখের জল ফেলতে বাধ্য হবেন দর্শকেরা। এখনও বেশ কিছুদিনের শুটিং বাকি।
অভিনেত্রী বলেন, শাকিব ভাইয়ের সঙ্গে দেখা হয়নি আমার। তবে নতুন বছরে নিশ্চয়ই দেখা হবে এবং অনেক গল্প হবে। ইধিকার সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে কয়েকদিনেই। আমরা দুই বোনের চরিত্রে অভিনয় করছি। খুব মিষ্টি একটি চরিত্র। কলকাতা, মুম্বাই এবং বাংলাদেশে এই ছবির শুটিং হচ্ছে।
অভিনেত্রী জানালেন, ২০২৫ সালে ঈদে মুক্তি পাবে ‘বরবাদ’। আপাতত প্রেক্ষাগৃহে হাজির হয়ে নিজের সিনেমা উপভোগ করার অপেক্ষায় উত্তেজিত তিনি।
সান নিউজ/এএন