বিনোদন ডেস্ক: দেব অভিনীত বহুচর্চিত ছবি খাদান আগামী ২০শে ডিসেম্বর মুক্তি পাচ্ছে। এই ছবি মুক্তির আগেই টলিপাড়ায় আমচকা শুরু ফিসফিসানি। দূরত্ব তৈরি হয়েছে দেব-রুক্মিণীর।
আরও পড়ুন: আল্লু অর্জুন গ্রেফতার
ইনস্টাগ্রামে দেবকে আনফলো করেছেন রুক্মিণী। যদিও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দুজনকে দেখে একবারের জন্যও মনে হয়নি তাদের সম্পর্কে ভাঙন ধরেছে।
দেব বলেন, রুক্মিণী আমাকে ইনস্টাগ্রামে ফলো করছে কি ফলো করছে না সেটা নিয়ে আমি দশজনকে কী উত্তর দেব। আমার সঙ্গে রুক্মিণীর সম্পর্কটা কী সেটা তো আমি কাউকে বলে বোঝাতে পারব না। রুক্মিণীর সঙ্গে আমার সম্পর্কটা সময়ের সঙ্গে সঙ্গে আরও সমৃদ্ধ হয়েছে, আরও মজবুত হয়েছে। কে কী বলল, কে কী লিখল, তাতে কিছু যায় আসে না। আমরা আমাদের ব্যক্তিগত জায়গায় খুব ভালো আছি, সুস্থ আছি। যেটা খুব দরকার। আমরা পরস্পরের কাজ নিয়েও খুব খুশি।
রুক্মিণীকে আগামীতে দেখা যাবে বিনোদিনী একটি নটীর উপাখ্যান-এ। এর পাশাপাশি হাঁটি হাঁটি পা পা ছবির শ্যুটিং শুরু করেছেন দেব-প্রিয়া।
সান নিউজ/এএন