বিনোদন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে হত্যার ঘটনা নিয়ে নির্মাণ হলো বিশেষ নাটক। সপ্তাহখানেক আগে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় উত্তাল হয়ে ওঠে সারাদেশ। চারদিক থেকে উঠে আসে নিন্দা ও কঠোর প্রতিবাদ। খলিলুর রহমান কচির পরিচালনায় এ নাটকের নাম ‘তোফাজ্জলের শেষ ভাত’।
আরও পড়ুন : খুব শিগগিরই বড় পর্দায় দেখা যাবে
এরই মধ্যে আফতাবনগরের বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। এতে তোফাজ্জলের চরিত্রে অভিনয় করেছেন ‘হা-শো’ খ্যাত ইমরান।
ইমরান জানান, ঘটনাটা জানার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। একজন নিরপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে কিভাবে ছাত্ররূপী অমানুষরা খুন করতে পারে। মনে হয়েছে, আমার পেশাগত দিক থেকে তোফাজ্জলের জন্য কিছু করা উচিত। তাই নাটকটি করেছি।
আরও পড়ুন : ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ বিজয়ী রিয়া
জানা যায়, শিগগিরই নাটকটি ইমরানের ‘হা-শো’ নামের ইউটিউব চ্যানেলে দেখা যাবে।
হত্যার অভিযোগে করা মামলায় বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সান নিউজ/এমআর