বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। দেশের গণ্ডি পেরিয়ে প্রতিবেশী দেশ ভারতেও ছড়িয়েছেন অভিনয়ের দ্যুতি। নতুন খবর হলো, ‘আরও এক পৃথিবী’ সিনেমার পর আবারও কলকাতার সিনেমায় অভিনয় করবেন এই অভিনেত্রী। নাম ‘প্রতীক্ষা’। এতে দেবের বিপরীতে এই অভিনেত্রীকে দেখা যাবে।
আরও পড়ুন : অরিজিতের সব কনসার্ট বাতিল
সিনেমার পরিচালক অভিজিৎ সেন জানান, তাসনিয়াকে অতনু রায় চৌধুরীই নির্বাচন করেছেন। আমারও খুব ভালো লাগে তার অভিনয়। দেবের সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকে চাইছিলাম।
তিনি বলেন, সিনেমার গল্প চূড়ান্ত। এখন চিত্রনাট্যের কাজ চলছে। চিত্রনাট্য লিখছেন শুভদীপ দাস। সব ঠিক থাকলে, নভেম্বর মাস থেকে সিনেমার শুটিং শুরু হবে। সিংহভাগ শুটিং হবে লন্ডনে। কলকাতাতেও হবে কিছু অংশের কাজ।
আরও পড়ুন : এবার নতুন সিরিজে তানজিন তিশা
জানা যায়, পারিবারিক সিনেমা ‘প্রতীক্ষা’। ‘প্রজাপতি’র পর এখানেও মিঠুন চক্রবর্তী এবং দেব একসঙ্গে কাজ করবেন। বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে তাদের।
প্রসঙ্গত, দেব-অভিজিৎ সেন এবং অতনু রায় চৌধুরীর হিটের হ্যাট্রিক হয়েছে। এবার চতুর্থ সিনেমা তৈরির পথে তারা। ‘টনিক, ‘প্রজাপতি’, ‘প্রধান’-এর পর তাদের আগামী সিনেমা ‘প্রতীক্ষা’। আর এতেই অভিনয় করবেন ফারিণ। বিপরীতে থাকছেন দেব।
সান নিউজ/এমআর