বিনোদন ডেস্কঃ
আইন শৃঙ্খলা রক্ষা করা তার দায়িত্ব ও পেশা হলেও, গান তার নেশা। তাই তো পেশাগত পরিচয়ের পাশাপাশি নিজেকে গীতিকবি হিসেবে পরিচয় দিতেও স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। বলছিলাম প্রায় তিন শতাধিক গানের গীতিকার পুলিশের কর্মকর্তা এসপি দেওয়ান লালন আহমেদের কথা।
এরই মধ্যে গীতিকার হিসেবে তিনি বেশ পরিচিতিও পেয়েছেন দেশজুড়ে। তার লিখা বেশ কয়েকটি গান সিনেমাতেও গাওয়া হয়েছে। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও বেশ কয়েকটি গান লিখেছেন এসপি লালন।
তারই ধারাবাহিকতায় ‘জারুল ফুল’, অন্যটি ‘কষ্ট ফুলের দল’নামের নতুন আরও দুটি গান লিখলেন এসপি লালন। রাজিব হোসাইনের সুরে গান দুটিতে কণ্ঠ দিয়েছেন ‘ফিডব্যাক’ ব্যান্ডের মেইন ভোকাল শাহনুর রহমান লুমিন। এর মধ্যে ‘জারুল ফুল’ গানটি ইতোমধ্যে ঈগল মিউজিক থেকে তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
'জারুল ফুল' নিয়ে গীতিকার এসপি লালন গণমাধ্যমকে বলেন, ‘এ গানে জারুল ফুল মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মায়াবী স্মৃতি, জারুল ফুল মানে বিদীর্ণ স্বপ্নের অদ্ভুত টান, জারুল ফুল সেই সময়ের বোধ, যে বোধ আমাদের সবার মনকে অন্যভাবে নাড়া দেয়। অসংখ্য ধন্যবাদ রাজীব হোসেনকে এই গানের শ্রুতিমধুর সুর ও কম্পোজিশনের জন্য। লুমিনের কণ্ঠে গানটি দারুণ হয়েছে। আশা করি, সবার হৃদয় ছুঁয়ে যাবে।’
পাশাপাশি ‘কষ্ট ফুলের দল’ শিরোনামের গানটি নিয়ে এসপি লালন বলেন, ‘ভিন্ন ধাচের কথার এই গানটি মুলত বিশিষ্ট কবি হেলাল হাফিজের দ্বারা অনুপ্রাণিত হয়ে লেখা। কষ্টের নিবিড়তা, কলঙ্ক কালিমা, ভালোবাসার নীল দহন- এই গানের উপজীব্য। রাজিব হোসেনের সুর ও কম্পোজিশনে ‘ফিডব্যাক’ খ্যাত লুমিনের কণ্ঠে এই গানটিও যথার্থ হয়েছে।’
অন্যদিকে গান দুটি নিয়ে গায়ক শাহনুর রহমান লুমিন বলেন, ‘এসপি লালন বরাবরই আমার প্রিয় গীতিকার। ইতিমধ্যে পঁচিশে মার্চ, বঙ্গবন্ধু, মা, পাসওয়ার্ডসহ তার লেখা বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছি। সেগুলো শ্রোতারা পছন্দ করেছেন। আশা করছি, কথা-সুর ও গায়কী বিবেচনায় নতুন এই গান দুটিও সবার মন ছুঁয়ে যাবে।’