শনিবার, ৫ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
বিনোদন প্রকাশিত ৩০ মে ২০২৪ ১৩:১৮
সর্বশেষ আপডেট ৩০ মে ২০২৪ ১৩:২৬

এবার শাহরুখকে টপকালেন দীপিকা

বিনোদন ডেস্ক: শাহরুখ খানের নায়িকা হয়েই ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। এরপর বেশ কয়েকটি সিনেমায় তারা জুটি বেঁধেছিলেন। সফলও হয়েছেন।

আরও পড়ুন: ফের আলোচনায় কঙ্গনা

সম্প্রতি এক জরিপে শাহরুখকে টপকে শীর্ষে জায়গা করে নিলেন এ অভিনেত্রী।

সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, গত এক দশকে ভারতীয় যেসব তারকাকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে, তার ১০০ জনের একটি তালিকায় এক নম্বরে আছেন দীপিকা। এটি প্রকাশ করেছে ইন্টারনেট মুভি ডাটাবেজ তথা আইএমডিবি।

ফলে গত এক দশকে তাকেই সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এ প্ল্যাটফর্মে। এতে দ্বিতীয় স্থানে আছেন শাহরুখ। তৃতীয় ও চতুর্থ আছেন যথাক্রমে ঐশ্বরিয়া রাই বচ্চন ও আলিয়া ভাট।

আরও পড়ুন: বিপাশার নতুন অধ্যায়

সেরা দশের পরবর্তী জায়গাগুলোতে রয়েছেন- ইরফান খান (পঞ্চম), আমির খান (ষষ্ঠ), সুশান্ত সিং রাজপুত (সপ্তম), সালমান খান (অষ্টম), হৃতিক রোশন (নবম) ও অক্ষয় কুমার (দশম)।

সেরা ২০-এ অধিকাংশ তারকাই বলিউডের। এ তালিকায় দক্ষিণ থেকে জায়গা করে নিয়েছেন সামান্থা রুথ প্রভু (১৩), তামান্না ভাটিয়া (১৬) ও নয়নতারা (১৮)। অভিনেতা হিসেবে দক্ষিণ থেকে আছেন প্রভাস (২৯), ধানুশ (৩০) ও রাম চরণ (৩১)।

উল্লেখ্য, দীপিকা ও শাহরুখকে সর্বশেষ একসঙ্গে দেখা গেছে গত বছর মুক্তি পাওয়া সিনেমা ‘জাওয়ান’-এ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা