নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম দ্বিতীয় দিনের মতো চলছে। রাজধানীর বিভিন্ন কলেজে ভর্তির কার্যক্রমে অংশ নিতে আসছে শিক্ষার্থীরা।
আবার কোথাও একাদশ শ্রেণির ভর্তির পুরোপুরি কার্যক্রমই চলছে অনলাইনে। এই ভর্তির কার্যক্রম চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।
করোনাকালে শঙ্কা থাকলেও ভর্তি কার্যক্রম শুরু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বৈশ্বিক মহামারীর এই সময়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে ক্লাস হবে অনলাইনে।
অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হবে ক্লাস। চলমান করোনা পরিস্থিতির কারণে গত ৯ আগস্ট অনলাইনে শুরু হয় একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন। চলে ২০ আগস্ট পর্যন্ত।
সান নিউজ/আরএইচ/বিএস | Sun News