সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো নবীনবরণ, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরও পড়ুন: ঘুমধুম সীমান্তে ৫ বিদ্যালয় বন্ধ ঘোষণা
সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় কালেক্টরেট স্কুল মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানটির সভাপতি সুরাইয়া জাহানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে জাতীয় পতাকা ও ক্রিয়া পতাকা উত্তোলন করা হয়।
প্রতিষ্ঠনটির সহকারী শিক্ষক মল্লিকা সাহার পরিচালনায় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ রীনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহীন এবং স্থানীয় সরকারের উপ-পরিচালক সাজিয়া পারভিন।
আরও পড়ুন: ঢাকার বায়ু বিপজ্জনক
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কমিটি সদস্য এম এ এইচ আজাদসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের আরও যত্নশীল হতে হবে, যাতে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে।
বাচ্চারা ৬-৭ ঘন্টা স্কুলে থাকে বাকি সময় বাসায় থাকে। বাসায় বাচ্চারা যাতে ফোন নিয়ে সময় নষ্ট না করে, এজন্য পাঠ্যবইয়ের পাশাপাশি গল্পের বইয়ের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। এছাড়া শিক্ষার্থীদের লক্ষ্যে পৌঁছানোর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবাই ও শিক্ষকের কাজ করে যেতে হবে জানান তিনি।
সান নিউজ/এনজে