নিজস্ব প্রতিবেদক:
খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেধাবী গরিব শিক্ষার্থীদের কুয়েট ’৯১ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে।
কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৫ জন গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ অর্থ দেওয়া হয়।
বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে ভাইস-চ্যান্সেলর কার্যালয়ে কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেনের কাছে ১৯৯১ ব্যাচের পক্ষ থেকে চেক হস্তান্তর করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. শাহজাহান আলী। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. কাজী এ বি এম মহীউদ্দিন, ভারপ্রাপ্ত পরিচালক (ছাত্রকল্যাণ) ড. ইসমাঈল সাইফুল্যাহ ।