ছবি: সংগৃহীত
শিক্ষা

মাস্টারপ্ল্যান প্রণয়নের দাবিতে সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: মাস্টারপ্ল্যান প্রণয়নের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্লেকার্ড হাতে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল শিক্ষার্থীরা।

আরও পড়ুন: অবরোধকারীরাই ট্রেনে আগুন দিয়েছে

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ২ টার দিতেক বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে শুরু হয়ে পরিবহন চত্বরে এসে শেষ হয় মিছিলটি।

এ সময় ‘বনভূমি উজার করে যত্রতত্র ভবন নির্মাণ ও জনগণের টাকার শ্রাদ্ধ করে অপরিকল্পিত উন্নয়ন বন্ধ করো, মাস্টারপ্ল্যান প্রণয়ন করো’ স্লোগানে মিছিল করেন শিক্ষার্থীরা। এছাড়া ‘প্রাণ প্রকৃতি উজাড় করে উন্নয়ন চায় না’ লেখা প্লেকার্ড হাতে স্লোগান দেয় তারা।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন: গুলিস্তানে মালঞ্চ বাসে আগুন

বিপ্লবী ছাত্র-মৈত্রি জাবি শাখার সংগঠক সোমা ডুমরি জানান, দীর্ঘদিন ধরে মাস্টারপ্লানের দাবি জানিয়েও তার কোনো কাজ দেখতে পাইনি। প্রশাসন মাস্টারপ্লান ছাড়া কাজ করায় আমাদের ক্যাম্পাসের প্রাণ-প্রকৃতি নষ্ট হয়েছে।

কয়েক মাস আগে রাতের আধারে আইবিএ ভবনের জন্য সুন্দরবন এলাকায় গাছ কাটা হয়েছে। এর প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি হলেও সে রিপোর্ট আমরা পাইনি।

তিনি আরও বলেন, আমাদের আন্দোলনকে প্রশাসন আলগাভাবে নিচ্ছে। প্রশাসনকে বলতে চাই, আমাদের আন্দোলন আলগাভাবে নিলে দেখবেন এ আন্দোলন একদিন দাবানলে পরিণত হবে।

আরও পড়ুন: নিরাপদ রেল যাত্রার সর্বাত্মক চেষ্টা করছি

ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সহ-সভাপতি আশফার রহমান নবীন বলেন, দীর্ঘদিন ধরে মাস্টারপ্লানের জন্য আমরা সক্রিয় আন্দোলন জারি রেখেছি। বিশ্ববিদ্যালয়ের সবাই বলছে, আমাদের দাবি যৌক্তিক। তারপরও মাস্টারপ্লান করার কোনো আগ্রহ প্রশাসনের মধ্যে দেখছি না।

প্রশাসনকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই সামনে শীতের বন্ধে যদি আর একটা গাছ কাটা হয়, তাহলে শিক্ষার্থীরা এ প্রশাসনকে সমূলে উৎপাটন করবে। প্রশাসন উন্নয়নের নামে বারবার চাকচিক্যময় নকশা দেখায়। কিন্তু সেটা সুন্দরভাবে শেষ করে না।

আরও পড়ুন: কৃষিমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত অভিমত

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সবকিছু অটোমেশনের আওতায় নিয়ে আসা হলে শিক্ষার্থীদের ভোগান্তি কমবে। কিন্তু শিক্ষার্থীদের ভোগান্তি প্রশাসন দূর করার কোনো সদিচ্ছা আমরা দেখি না।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অপরিকল্পিত উন্নয়ন ও গাছ কাটার প্রতিবাদে আন্দোলন করে আসছে প্রগতিশীল শিক্ষার্থীরা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত প্রশাসনের বড় কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে চাষ হচ্ছে সৌদির আজওয়া খেজুর

লক্ষ্মীপুর প্রতিনিধি: মরুর দেশ সৌদি আরবের বিখ্যাত আজওয়া খেজু...

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি ক...

আ’লীগকে নির্বাচনে আনতে চাই বলিনি

নিজস্ব প্রতিবেদক : আমরা কাউকে নির্বাচনে আনতে চাই, এমনটা বলিন...

কিয়েভে দূতাবাস বন্ধ করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলার ভয়...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ...

আইপিএলের আগেই নিষেধাজ্ঞায় হার্দিক

স্পোর্টস ডেস্ক: আইপিএলের গত আসর শুরুর আগে রোহিত শর্মাকে সরিয়...

খালেদা-ইউনূসের কুশল বিনিময়

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিব...

পথে সড়কে প্রাণ গেল প্রধান শিক্ষকের

জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলার সালথায় স্কুলে যাওয়ার পথে দুই ম...

বহু বছরপর সেনাকুঞ্জে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজি...

২০২৫ সালে স্কুল ছুটি থাকবে ৭৬ দিন

নিজস্ব প্রতিবেদক: সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা