নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠি: রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্পত্তি ম্যানেজিং কমিটির সহায়তায় অবৈধ লিজ প্রদান, আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু হচ্ছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ঝালকাঠির জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন চাওয়ায় প্রশাসনের পক্ষে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার আগামীকাল সোমবার (৭ সেপ্টেম্বর) এ বিষয়ে তদন্ত করবেন।
গত তিনমাস ধরে ওই বিদ্যালয়ের সকল অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছেন। এই আন্দোলনের খবর বিভিন্ন সময় পত্র-পত্রিকায় ও চ্যানেলে প্রকাশিত ও প্রচারিত হওয়ায় বিষয়টি দুদকের নজরে আসে। এর প্রেক্ষিতে দুদকের পরিচালক মো. জহিরুল ইসলাম চিঠি দিয়ে জেলা প্রশাসকের কাছে বিদ্যালয়ের দুর্নীতি সম্পর্কিত প্রতিবেদন চেয়ে পাঠান ।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার বলেন, ‘দুদক থেকে ঝালকাঠির জেলা প্রশাসকের মাধ্যমে চিঠি পেয়েছি। আমাকে তদন্ত কর্মকর্তা করা হয়েছে। তদন্ত কার্যক্রম করে আমরা যথাসময়ে সংশ্লিষ্ট আনুষঙ্গিক কাগজপত্রসহ প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবো।’