নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৬ - ২৮ নভেম্বরের মধ্যে প্রকাশ করা হতে পারে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মিধিলি, শিশুসহ নিহত ৭
শুক্রবার (১৭ নভেম্বর) আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।
রেওয়াজ অনুযায়ী, ফল প্রকাশেল দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তর করা হবে। এরপর সারা দেশে একযোগে পরীক্ষার ফলাফল পাবেন শিক্ষার্থীরা।
তপন কুমার সরকার জানান, আগামী ২৬-২৮ নভেম্বরের মধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে চিঠি পাঠনো হয়েছে। তিনি যে দিনে ফল প্রকাশে অনুমতি দিবেন, সেদিনেই ফল প্রকাশ করা হবে।
আরও পড়ুন: দিনের তাপমাত্রা বাড়তে পারে
এ বছরে ১১ টি শিক্ষা বোর্ডে শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষা দিয়েছে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। তার মধ্যে ৮ টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষা গত ১৭ অগাস্ট থেকে শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর শেষ হয়।
প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ১০ দিন পিছিয়ে ২৭ অগাস্ট শুরু হয়। সব বোর্ডে একই সাথে পরীক্ষা শুরু না হলেও ১১ টি শিক্ষা বোর্ডে একসাথে ফল প্রকাশ করা হবে।
আরও পড়ুন: নাশকতা রোধে ছদ্মবেশে র্যাব
তিনি জানান, পরীক্ষা শেষ হলে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নিয়ম রয়েছে। তাই নভেম্বরের মধ্যেই এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
করোনা মহামারি শুরুর পর এই প্রথমবার পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এইচএসসি-সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে আইসিটি পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে নেওয়া হয়েছে।
সান নিউজ/একে/এনজে