নিজস্ব প্রতিবেদক:
ভোলা: অটিজম মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আইটি দক্ষতার কারণে প্রতিবন্ধীরাও আজ ঘরে বসে রেমিট্যান্স নিয়ে আসছেন বলে মন্তব্য করেছেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) লালমোহন উপজেলার আবুগঞ্জ এলাকায় ডাস বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে করোনাকালীন বৃত্তি ও প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ প্রদানকালে এসব কথা বলেন তিনি। ব্যক্তিগত তহবিল থেকে এই বৃত্তির টাকা ও উপকরণ বিতরণ করেন এমপি শাওন।
প্রতিবন্ধীদের জন্য আরও ১০টি হুইল চেয়ার দেওয়ারও ঘোষণা দেন তিনি।
নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা অটিস্টিক বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল দেশের অবহেলিত শিশুদের সমাজে প্রতিষ্ঠিত ও অটিস্টিক শিশুদের নিয়ে গণসচেতনতা তৈরির কাজ করছেন। তাদের ভিক্ষাবৃত্তি থেকে নিবৃত্ত করেছেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধীদের শিক্ষার মাধ্যমে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার কাজ করছেন।’
২০১৪ সালে এমপি শাওন লালমোহনে এ প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা এমপি শাওন ডাস বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে এ পর্যন্ত ৪৬টি হুইল চেয়ার, ১০টি কৃত্রিম পা, ৬৫ জোড়া ক্রাচ, ২৩টি কর্নার চেয়ার, ২৫টি স্টাডিং ফ্রেম, ১৬টি ট্রাইসাইকেল ও ৭টি ইজিচেয়ার এবং ৮৫ জনকে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন। ৩৪০ জন প্রতিবন্ধীকে ফিজিওথেরাপি সাপোর্ট ও ৬০ জনকে আর্থিক সহায়তা দিয়েছেন।
ডাস এর পরিচালক মো. ইউনুছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমপি শাওনের ছেলে আইসিটি ফ্রি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ইশরাক চৌধুরী নাওয়াল, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।