নিজস্ব প্রতিবেদক:
এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। বলেন, কেউ যাতে গুজব ছড়াতে না পারে সে জন্য আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। শিক্ষার্থীদের জিম্মি করে কেউ অনৈতিক কাজ করলে কোনভাবেই প্রশ্রয় দেয়া হবে না।
সকালে (৩ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে এ সব কথা বলেন শিক্ষামন্ত্রী ।
আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। চলতি বছর ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী । এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৪ হাজার ৩৬৩ জন ও ছাত্রী ১০ লাখ ২৩ হাজার ৪১৬ জন।
শিক্ষামন্ত্রী জানান, ৩৫টি সাধারণ বিষয়ে ও ৩০ সৃজনশীল বিষয়ে ৫৫৮০ সেট প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে।