নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুর: দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুর পুলিশ লাইন্স হাইস্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফরিদপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক ও সহকারী অধ্যাপকরা স্কুলের ৪২ জন শিক্ষককে এ প্রশিক্ষণ দিচ্ছেন।
শনিবার (২৯ আগস্ট) সকালে স্কুলের হলরুমে প্রধান অতিথি হিসেবে ছয়দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন স্কুলের সভাপতি ও ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।
স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল কাইয়ুম শেখের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ফরিদপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক মো. আনোয়ারুল বারী, সহকারী অধ্যাপক মো. গোলাম জাওয়ার, সহকারী অধ্যাপক মো. মাহিদুল ইসলাম ও সহকারী অধ্যাপক মো. আক্কাস আলী প্রমুখ।
সান নিউজ/ এআর