ছবি-সংগৃহীত
শিক্ষা
উচ্চশিক্ষা গ্রহণ

শিক্ষার্থীদের আবেদনের সময় বাড়ানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক: উচ্চশিক্ষা গ্রহণের জন্য স্নাতক ও সমমান পর্যায়ে ভর্তিতে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আবেদনের সময় বাড়ানো হয়েছে। রোববার ছিল প্রথম দফা আবেদনের শেষ দিন।

আরও পড়ুন: কাজাখস্তান দিচ্ছে ৫৫০ স্কলারশিপ

রোববার (১০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আনোয়ার হোসেন সোহাগ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলেন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি সহায়তা দেওয়ার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কলেজ, মাদ্রাসায় অধ্যয়নরত স্নাতক (পাস ও অনার্স/ সমমান) পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি সহায়তা নিশ্চিতকরণে অনলাইনে আবেদনের সময় আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

৭ আগস্ট থেকে অনলাইনে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ শুরু হয় এবং ৭ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা থাকলেও আরেক দফা সময় বাড়ানো হয়েছে। ভর্তি সহায়তা পাওয়ার জন্য শিক্ষার্থীকে নির্ধারিত লিংকে www.eservice.pmeat.gov.bd/admission প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণ ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা ২০২০ অনুসারে ২০২৩-২৪ অর্থবছর ভর্তি সহায়তা দেওয়া হবে।

আরও পড়ুন: চবিতে ধর্মঘট, শাটল ট্রেন চলাচল বন্ধ

১ আগস্ট প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্নাতক ও সমমান পর্যায়ে ১০ হাজার টাকা হারে শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

চিঠিতে আরো বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসায় স্নাতক ও সমমান পর্যায়ের (অনার্স ও পাস কোর্স) ভর্তি হওয়া অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটের ভর্তি সহায়তা সেবা বক্সে আপলোড করা ফরম ডাউনলোড ও প্রিন্ট করে শিক্ষার্থী যে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হচ্ছেন, সে শিক্ষাপ্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের কাছ থেকে সুপারিশ নিয়ে আবেদন করতে হবে।

আরও পড়ুন: অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি শুরু

আর্থিক সহায়তার জন্য যোগ্য যারা-

(১) জাতীয় বেতন স্কেলে ১৩ থেকে ২০তম গ্রেডের সব কর্মচারীর সন্তান।

(২) যেসব শিক্ষার্থীর বাবা-মা অভিভাবকের বাৎসরিক আয় দুই লাখ টাকার কম।

(৩) প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তান।

(৪) অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান বা সন্তানের সন্তান।

(৫) প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তান।

(৬) গণমাধ্যমে প্রকাশিত/প্রচারিত অদম্য মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সহায়তা দেওয়া হবে।

আরও পড়ুন: র‍্যাগিংয়ের প্রমাণ পেলেই বহিষ্কার

প্রমাণ হিসেবে যা যা লাগবে-

(১) আর্থিক সহায়তা পেতে আবেদনপত্রের সঙ্গে অভিভাবকের অফিস প্রধানের দেওয়া বেতন গ্রেডের প্রত্যয়ন সংযুক্ত করতে হবে।

(২) অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের মর্মে প্রত্যয়ন সংযুক্ত করতে হবে।

(৩) প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান ও নদী ভাঙন ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান বা সন্তানের সন্তানদের ভর্তি সহায়তা পেতে অগ্রাধিকার প্রাপ্তির প্রমাণপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে।

(৪) অদম্য মেধাবী শিক্ষার্থীর ক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে ‘শিক্ষার্থী মেধাবী মর্মে’শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র সংযুক্ত থাকবে হবে।

(৫) আবেদনকারী সর্বশেষ যে শ্রেণি বা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তার সত্যায়িত নম্বরপত্র সংযুক্ত করতে হবে।

(৬) ভর্তি সহায়তার আবেদনের সঙ্গে সব শিক্ষার্থীকে সর্বশেষ শ্রেণির পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র সংযুক্ত করতে হবে।

আরও পড়ুন: আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

কতজন শিক্ষার্থী এ সহায়তা পাবেন?

প্রত্যেকটি উপজেলা বা শিক্ষা থানা এলাকায় প্রতি শিক্ষাবর্ষে ৬-১০ম শ্রেণি বা সমমানের পর্যায়ে ৫ জন একাদশ ও দ্বাদশ শ্রেণিতে সর্বোচ্চ ২জন করে এ শিক্ষা সহায়তা পাবেন। স্নাতক ও সমমানের পর্যায়ে প্রতিটি উপজেলা বা শিক্ষা থাকা এলাকায় প্রতি শিক্ষাবর্ষে ৫ জন শিক্ষার্থী এ সহায়তা পাবেন।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা