নিজস্ব প্রতিবেদক:
খুলনা: আগামী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দিবস। এ বছর ১৭তম বর্ষে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি।
২০০৩ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা লাভ করে কুয়েট।
বিশ্ববিদ্যালয় দিবসে প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে কুয়েট প্রশাসন। তবে করোনার কারণে এবারের আয়োজন সংক্ষিপ্ত হবে।
সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে রয়েছে পতাকা উত্তোলন ও বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ। ‘কুয়েটের অর্জন: অতীত, বর্তমান ও ভবিষ্যত’ শীর্ষক প্রেজেন্টেশন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে জুমের মাধ্যমে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।
সান নিউজ/ এআর