নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিক্ষা বোর্ডগুলো ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার সম্ভাব্য সময় ঘোষণা করেছে।
আরও পড়ুন: শিক্ষার্থীদের দাবি মেনে নিলো ঢাবি প্রশাসন
সোমবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
জানা যায়, সবকিছু ঠিকঠাক থাকলে এসএসসি পরীক্ষা হবে আগামী বছরের ফেব্রুয়ারির ২য় সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা হবে জুনের ২য় সপ্তাহে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমে জানান, এইচএসসি পরীক্ষা হবে ২০২৩ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী, তবে এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী।
আরও পড়ুন: ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু
এ সংক্রান্ত নোটিশ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে বলে বলেন তিনি।
প্রসঙ্গত, স্বাভাবিক সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষা হতো বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে, এইচএসসি ও সমমানের পরীক্ষা হতো এপ্রিল মাসের শুরুতে। কিন্তু করোনার সংক্রমণের পর থেকে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলোভাবে চলছে।
চলতি বছরের এসএসসি পরীক্ষা গেল ৩০ এপ্রিল শুরু হয়েছিল। আর ১৭ আগস্ট থেকে এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়।
আরও পড়ুন: স্মার্ট শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে
উল্লেখ্য, স্বাভাবিক সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষা হতো বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা হতো এপ্রিল মাসের শুরুতে। করোনার সংক্রমণের পর থেকে এখন পর্যন্ত পুরো শিক্ষাপঞ্জি এলোমেলোভাবে চলছে।
চলতি বছরের এসএসসি পরীক্ষা গেল ৩০ এপ্রিল শুরু হয়েছিল। আর ১৭ আগস্ট থেকে এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়।
সান নিউজ/এএ