নিজস্ব প্রতিনিধি: আজ দেশের গুচ্ছভুক্ত ৮ টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ৪১ তম বিসিএসের ফল প্রকাশ
শনিবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত ৮ টি কেন্দ্র ও ৩ টি উপকেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৮ প্রধান কেন্দ্রের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১২৬২০, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭০০০, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭৫০০, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪২০০, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪১১, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০০০, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪০০০ এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়া যাচ্ছেন ২০ শিক্ষক-কর্মকর্তা
এছাড়া ৩ টি উপকেন্দ্রের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৬৮১৭, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১০০৪২ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪৬২৯ জন ভর্তিচ্ছুর আসন বিন্যাস করা হয়েছে।
উল্লেখ্য, এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এ পরীক্ষা হবে।
আরও পড়ুন: নোয়াখালিতে ২ শিক্ষককে অব্যাহতি
২০২২ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী, ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ ও গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে।
প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর প্রদান করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
এ পরীক্ষার মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ।
সান নিউজ/এনজে