নিজস্ব প্রতিনিধি: সহকারী শিক্ষক থেকে সিনিয়র শিক্ষক, সহকারী জেলা ও উপজেলা শিক্ষা অফিসার, সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য সরকারি মাধ্যমিক স্কুলের ৫ হাজার ৩৬ জন শিক্ষকের জ্যেষ্ঠতার খসড়া প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: প্রাথমিকের প্রধান হচ্ছেন ৩৮৪ নন-ক্যাডার
মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে খসড়া তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে চলতি দায়িত্বে পদোন্নতি দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। পদোন্নতির জন্য ৫ হাজার ৩৬ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় কোনো ক্রুটি থাকলে তা আগামী ১০ কর্মদিবসের মধ্যে মাউশিকে অভিহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: টাইমস হায়ার র্যাংকিংয়ে দেশসেরা ঢাবি
এ পদোন্নতি নিয়মিত হয় জানিয়ে মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক) দুর্গা রানী জানান, প্রতিবছর অনেক শিক্ষকরা নিয়মিতই অবসরে যাচ্ছেন।নিয়োগবিধি অনুসারে ফিডার পদ পূর্ণ না হলে পদোন্নতি দেওয়া যায় না। এবার নানা জটিলতা পার করে এবার পদোন্নতির খসড়া তৈরি করা হয়েছে।
সান নিউজ/আর