ছবি: সংগৃহীত
শিক্ষা

বৈঠকে বসেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা  

নিজস্ব প্রতিবেদক : ৭ দফা দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা ইডেন মহিলা কলেজে বৈঠকে বসেছেন।

আরও পড়ুন : থাকছে না জেএসসি-জেডিসি পরীক্ষা

বুধবার (২১ জুন) দুপুর সাড়ে ১২ টায় সাত কলেজের শিক্ষক-প্রতিনিধিরা ৭ জন শিক্ষার্থীকে নিয়ে ভেতরে প্রবেশ করেন।

সাত কলেজের সমন্বয়ক এবং ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সাথে এসব দাবি নিয়ে আলোচনার কথা রয়েছে।

আরও পড়ুন : প্রতিটি জেলায় হবে বিশ্ববিদ্যালয়

এ বৈঠকে শিক্ষক প্রতিনিধিদের মধ্যে রয়েছেন- ঢাকা কলেজের সহযোগী অধ্যাপক আনোয়ার, সহকারী অধ্যাপক ওবায়দুল করিম ও অন্যান্য শিক্ষকরা। সেই সাথে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল গণি সাবু ও অন্যান্য পুলিশ কর্মকর্তারাও আছেন।

এর আগে বুধবার দুপুর ১২ টায় নিউ মার্কেটের বলাকা সিনেমা হলের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে ৭ কলেজের শিক্ষকরা এসে আলোচনার জন্য শিক্ষার্থীদের ইডেন কলেজের সামনে নিয়ে আসেন। আন্দোলনরত অন্য শিক্ষার্থীরা ইডেন কলেজের সামনে অবস্থান করছেন।

আরও পড়ুন : গুচ্ছ ভর্তির আবেদন শুরু

শিক্ষার্থীদের দাবিগুলো হলো-

১. ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বিল্ডিংয়ে সাত কলেজ শিক্ষার্থীদের হয়রানির কারণ ব্যাখ্যা করতে হবে।
২. শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে হবে।
৩. যে শিক্ষার্থীরা পরবর্তী বর্ষের ক্লাস, ইনকোর্স ও টেস্ট পরীক্ষা পর্যন্ত অংশগ্রহণ করার পর জানতে পেরেছে নন-প্রমোটেড তাদের মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষের পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে।

আরও পড়ুন : শিক্ষকদের উৎসব ভাতা ছাড়

৪. বিলম্বে ফলাফল প্রকাশের কারণ ও এই সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার ব্যাখ্যা দিতে হবে।
৫. সর্বোচ্চ ৩ মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।
৬. সাত কলেজের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিকভাবে অভিভাবক কে বা কারা? কোথায় তাদের সমস্যাসমূহ উপস্থাপন করবে তা ঠিক করে দিতে হবে।
৭. একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, শিক্ষক সংকট, ক্লাসরুম সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, সকল বিষয়ে পাস করার পরেও একজন শিক্ষার্থী সিজিপিএ শর্তের জন্য নন প্রমোটেড হচ্ছেন, সিজিপিএ শর্ত শিথিল করতে হবে।

আরও পড়ুন : এবার নুর-রাশেদকে অব্যাহতি

আগের দিন মঙ্গলবার (২০ জুন) নীলক্ষেত মোড় অবরোধ করেছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা। পরে বিকেলে ৭ কলেজ প্রশাসনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠকে সন্তোষজনক ফল না আসায় আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

ঢাকা কলেজ শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক ওবায়দুল করিম জানন, শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সমন্বয়কের সাথে দেখা করবে। আমরা সাত কলেজের শিক্ষকরাও সেখানে থাকব। আশা করছি, একটি সুষ্ঠু সমাধান আসবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা