বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হল ও ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
আরও পড়ুন: স্মার্ট দেশ গড়তে শিক্ষকদের বিকল্প নেই
শনিবার (১৭ জুন) রাত ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঢাবির দুই হলে পৃথক সময়ে সংঘর্ষের সূত্রপাত হলেও রাত ৩টায় পর্যন্ত দুই গ্রুপের উত্তেজনা চলছিল।
সংঘর্ষে সূর্যসেন হলের চারজন ও শহীদুল্লাহ্ হলের একজন আহত হয়েছেন। গুরুতর আহতদের দুজন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের অনুসারী।
আরও পড়ুন: শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
জানা যায়, শয়নের অনুসারীরা সূর্যসেন হলে সৈকতের অনুসারীদের নামে বরাদ্দ রুম দখল করতে যায়। আর শহীদুল্লাহ্ হলে শয়নের অনুসারীর নামে বরাদ্দ রুম দখল করতে যায় সৈকতের অনুসারীরা। এতে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
এই প্রতিবেদন লেখা অব্দি সূর্যসেন হলের অতিথি কক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ঘটনার মীমাংসা করতে বৈঠকে বসেছেন।
আরও পড়ুন: আজ ৭ কলেজের ভর্তি পরীক্ষা
এসময় ঢাবি ছাত্রলীগের নেতৃবৃন্দ জানান, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।
সান নিউজ/এইচএন