শিক্ষা

বারান্দায় বসে অফিস করলেন অধ্যক্ষ

মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টার: যোগদান করতে এসে বারান্দায় বসে অফিস করলেন সরকারি ইসলামপুর কলেজের নবাগত অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদ।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

অধ্যক্ষের কক্ষ তালা লাগানো থাকায় তিনি বারান্দায় বসে অফিস করেন। তবে নবাগত অধ্যক্ষের অফিস তালা বন্ধ থাকায় এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত ৬ জুন সরকারি এক প্রজ্ঞাপনে শিক্ষা ক্যাডারের ১৪তম বিসিএস এর নিয়োগ প্রাপ্ত সরকারি মুজিব কলেজের অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদকে সরকারি ইসলামপুর কলেজে সংযুক্ত করা হয়। গত ৮ জুন যথা সময়ে অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদ সরকারি ইসলামপুর কলেজে আসলে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক কর্মচারীরা। তবে ওই অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (উপাধ্যক্ষ) ফরিদ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

রোববার ১১ জুন অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদ কলেজে আসলে অধ্যক্ষের কক্ষ তালা বন্ধ থাকায় বারান্দায় বসে অফিস পরিচালনা করেন তিনি। এসময় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ উভয়ের অফিস কক্ষতালা বদ্ধ ছিল।

সরেজমিনে দেখা যায়, অধ্যক্ষ বারান্দায় বসে অফিসিয়ালি কাজ পরিচালনা করছেন। আর শিক্ষক কর্মচারীরা বিভিন্ন স্থানে বসে অলস সময় কাটান।

আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু

জানা যায়, যমুনা- ব্রহ্মপুত্র ভাঙন কবলিত ইসলামপুরের মানুষের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে এলাকার কতিপয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ১৯৭০ সালে ইসলামপুর ডিগ্রী কলেজ প্রতিষ্ঠা করেন। ঐতিহ্যবাহী এ কলেজেটিকে ৮ ই আগস্ট ২০১৮ সালে সরকারি করণ করা হয়।

বর্তমানে কলেজে অনার্সের ১২টি বিভাগ, মাস্টার্সের ৪ টি বিভাগসহ ডিগ্রী, এইচএসসি, কারিগরি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৮ হাজার শিক্ষার্থী ও ১২৮ জন শিক্ষক ৫৭জন কর্মচারী রয়েছে।

এলাকাবাসী জানান, প্রায় বিশ বছর ধরে ঐতিহ্যবাহী কলেজটি চলছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে । এর আগে সাবেক অধ্যক্ষ প্রফেসর সুলতান সালাউদ্দিন আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তিনি আদালতের নির্দেশে একাধিক বার কলেজে যোগদান করতে এসে বার বার বাঁধা প্রাপ্ত হন। এলাকাবাসীর অভিযোগ সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী নবাগত অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে।

ওই কলেজে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজা জানান, আমার এক আত্মীয় অসুস্থ থাকায় আমি কর্মস্থলের বাহিরে ছিল।

এ ব্যাপারে নবাগত অধ্যক্ষ ড. ছদরুদ্দিন আহমদ বলেন, সরকারি নির্দেশ অনুযায়ী অধ্যক্ষ হিসাবে কলেজে যোগদান করেছি। আজ আমি অফিস করতে এসে দেখি অধ্যক্ষের কক্ষের তালা ঝুলছে। স্টাফদের নিকট জানতে পারলাম তালার চাবি না কি হারিয়েছে। তাই আমি বাধ্য হয়েই বারান্দায় বসে অফিসের কার্যক্রম পরিচালনা করছি।
সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে নবাগত অধ্যক্ষ আরও জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ কর্মস্থলে উপস্থিত না থাকায় এবং প্রশাসন ছাড়া অফিস কক্ষের তালা ভেঙে আমি অফিস করতে পারি না।

এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ কে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা