নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ।
আরও পড়ুন : জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপিত
বৃহস্পতিবার (২৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী চার বছরের জন্য অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। বর্তমানে তিনি যে বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাচ্ছেন দ্বিতীয় মেয়াদেও তিনি একই সুবিধা পাবেন।
আরও পড়ুন : জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষা পেছালো
শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কমিশনের চেয়ারম্যান পদে আগ্রহী শিক্ষকরা তাদের বায়োগ্রাফি (জীবনবৃত্তান্ত) শিক্ষা মন্ত্রণালয়ের জমা দেন। মন্ত্রণালয় থেকে সেই তালিকা ও জীবনবৃত্তান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রী সেই তালিকা যাচাই-বাছাই, গোয়েন্দা প্রতিবেদন, শিক্ষকতা জীবনে তিনি কোন মতাদর্শের ছিলেন, চারিত্রিক বৈশিষ্ট্য, সততা- এসব বিষয় যাচাই-বাছাই করে চূড়ান্ত নিয়োগের জন্য রাষ্ট্রপতি কার্যালয়ে পাঠান। রাষ্ট্রপতির অনুমোদনের পর আবার তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর মন্ত্রণালয় পরিপত্র জারি করে।
আরও পড়ুন : ৭ কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন
প্রসঙ্গত, ২০১৯ সালের ৪ অক্টোবর ইউজিসি চেয়ারম্যান হিসেবে প্রথমবার নিয়োগ পান অধ্যাপক কাজী শহীদুল্লাহ। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।
সান নিউজ/জেএইচ