শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
শিক্ষা প্রকাশিত ২১ মে ২০২৩ ০৯:৫৪
সর্বশেষ আপডেট ২১ মে ২০২৩ ০৯:৫৪

ঢাবিতে নির্ধারিত রিকশা ভাড়া কার্যকর

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন রুটের জন্য নির্ধারণ করে দেওয়া রিকশা ভাড়া আজ থেকে কার্যকর হয়েছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাবি ছাত্রলীগের উদ্যোগে ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্মতিতে এ কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুন : বাখমুত শহর রাশিয়ার দখলে

রোববার (২১ মে) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ভিসি চত্বর ও কার্জন হলসহ বিভিন্ন পয়েন্টে এ নির্ধারিত ভাড়া কার্যকর হতে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে মোট ১৬ টি স্টপেজ ধরে এই ভাড়া নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন ভাড়া ১৫ টাকা ও সর্বোচ্চ ভাড়া ধরা হয়েছে ৫৫ টাকা। এ ১৬ টি স্টপেজে নির্ধারিত ভাড়ার তালিকা সম্বলিত দৃষ্টিনন্দন বোর্ড স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন : বিশ্বে মৃত্যু ও শনাক্ত কমেছে

শনিবার (২০ মে) প্রাথমিকভাবে নির্ধারিত পোষাক পরিহিত ১০০ জন রিকশাচালক এ ভাড়া মেনে শিক্ষার্থীদের পরিবহন করা শুরু করেছেন বলে জানিয়েছে ঢাবি ছাত্রলীগ।

এ দিন ছাত্র সংগঠনটি তাদের মাঝে নির্ধারিত পোশাক ও গামছা উপহার দিয়েছে।

আরও পড়ুন : ৯ মাস পর লাশ ফেরত দিলো ভারত

নির্ধারিত পোষাক পরিহিত বেশে কয়েকজন রিকশাচালক ও শিক্ষার্থীরা নির্ধারণ ভাড়া কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছেন। ছাত্রলীগের এ কার্যক্রমে সন্তোষ জানিয়েছেন শিক্ষার্থীরা।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত জানান, প্রাথমিকভাবে ১০০ জন রিকশাচালকের মাধ্যমে কার্যক্রমটি শুরু করেছি। ধারাবাহিকভাবে সব চালক এর আওতাভুক্ত হবেন। নির্ধারিত ভাড়া ব্যতিত ক্যাম্পাসে রিকশা চালানো যাবে না।

আরও পড়ুন : ৯ মাস পর লাশ ফেরত দিলো ভারত

তিনি আরও বলেন, তারা যেহেতু শিক্ষার্থীদের জন্য ছাড় দিচ্ছে, আমরাও তাদেরকে সব ধরনের সহযোগিতা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। যারা ভাড়ায় রিকশা চালায়, তেমন কয়েকজনকে আমরা রিকশা উপহার দেওয়ার চেষ্টা করব।

সেইসাথে আমরা শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাব, এই মানুষগুলোর সাথে কেউ যেন দুর্ব্যবহার না করে। কারণ তারা এখন আমাদের পরিবারেরই একটি অংশ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা