ছবি : সংগৃহিত
শিক্ষা
রাজাপুর সরকারি ডিগ্রি কলেজ

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অধ্যক্ষ নিযুক্ত

ঝালকাঠি প্রতিনিধি : জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতা লঙ্ঘন করে কনিষ্ঠ এক শিক্ষককে ঝালকাঠির রাজাপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষুব্ধ হয়েছেন জ্যেষ্ঠ শিক্ষকরা। গত ১৪ এপ্রিল এ কলেজের অধ্যক্ষ মো. গোলাম বারী অবসরে যান। এতে শূণ্য হয় অধ্যক্ষ পদ।

আরও পড়ুন : বাসের ছাদ থেকে পড়ে মৃত্যু

জানা যায়, রাজাপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. গোলাম বারীর ৬০ বছর বয়স পূর্ণ হওয়ায় তিনি অবসরে চলে যান। গত ১৪ এপ্রিল ছিল তাঁর সর্বশেষ কর্মদিবস। ওই দিন তিনি কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় এবং কলেজের বিভিন্ন স্মৃতিময় এলাকা ঘুরে দেখেন।

অবসরে যাওয়ার আগে তিনি কলেজের জ্যেষ্ঠ তিন শিক্ষককে পাশ কাটিয়ে কনিষ্ঠ শিক্ষক হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়াউল হাসান মিয়াকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেন।

আরও পড়ুন : নলছিটিতে জুয়ার আসর থেকে আটক ৩

অভিযোগ রয়েছে, অধ্যক্ষ মো. গোলাম বারীর আর্শিবাদপুষ্ট হওয়ায় ওই কলেজের জ্যেষ্ঠতার চতুর্থ নম্বর ব্যক্তিকে দায়িত্ব দেন। এতে ক্ষুব্দ হয়েছেন জ্যেষ্ঠ শিক্ষকরা। এ বিষয়ে কলেজের সবচেয়ে জ্যেষ্ঠ শিক্ষক ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক হাওলাদার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত করার দাবি করেন।

জ্যেষ্ঠ শিক্ষক ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, অধ্যক্ষ মো. গোলাম বারী অবসরে গেলে নিয়ম অনুযায় আমার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পাওয়ার কথা। আমি ১৯৯২ সালের ২৯ আগস্ট যোগদান করি।

আরও পড়ুন : টঙ্গীবাড়িতে সরকারি দিঘী দখলের পায়তারা

সেই হিসেবে আমিই সবার চেয়ে জ্যেষ্ঠ। আমার পরে আছেন ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ফেরদৌসি বেগম ও ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. নজিবুর রহমান। অথচ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় নিয়ম কানুনের তোয়াক্কা না করেই এই তিনজনের পরের সিরিয়ালের একজনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন। এটা সম্পূর্ণ অবৈধ ও নিয়োগবিধি পরিপন্থি। আমি সঠিক নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত করার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম বারী বলেন, স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটারের মাধ্যমে আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মো. জিয়াউল হাসান মিয়াকে দায়িত্ব দিয়েছি। এখানে কোন অনিয়ম হয়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ানমারের দূতসহ ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসন...

জানা গেল ২০২৫ সালের হজ ফ্লাইট শুরুর তারিখ

এবছর পবিত্র হজের প্রথম ফ্লাইট ২৯ এপ্রিল সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।...

বোরো মৌসুমের ধান-চালের সংগ্রহ মূল্য নির্ধারণ

চলতি ২০২৪-২৫ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছ...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ সোমবার (৮ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভি...

দিনাজপুরে অংশ নেবে ১ লাখ ৮২ হাজার ৪১০ পরীক্ষার্থী

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অ...

রাজনৈতিক বৈরিতা ঢাকা পড়েছে ভাগ-বাটোয়ারার ছায়ায়!

উপরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ভেতরে ভেতরে ‘অ...

ভারতের বিরুদ্ধে ডব্লিউটিওতে অভিযোগ জানাবে বাংলাদেশ

বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এর ফলে বাংলাদেশের র...

চীনা প্রতিষ্ঠানের ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের সমঝোতা স্বাক্ষর

এবার বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনভিত্তিক খ্যাত...

'পার্ক ব্যবস্থাপনা প্রাণিবান্ধব ও দর্শনার্থীবান্ধব করতে হবে'

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পার্ক ব্যবস্থাপনাটা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা