নিজস্ব প্রতিবেদক:
রংপুর: আখিরা নদীর ভাঙনে বিলীন হতে চলেছে রংপুরের পীরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বালুয়া হাট উচ্চ বিদ্যালয়টি। রায়পুর ইউনিয়নের বালুয়াহাট বন্দরে বিদ্যালয় ভবনের একেবারে কাছে চলে এসেছে নদী। এরই মধ্যে ভবন সংলগ্ন বেশ কিছু জায়গা নদীগর্ভে চলে গেছে। এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা আতঙ্কে রয়েছেন। তারা দ্রুত ভাঙন ঠেকানোর দাবি জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আখিরা নদী ঘেঁষেই ১৯৯৬ সালে শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। এক সময় নদী অনেকটা দূরে থাকলেও ভাঙনের কারণে এখন বিদ্যালয়ের একেবারেই কাছে। এরই মধ্যে নদীর পানি এই ভবন ছুঁই ছুঁই করছে। ওই বিদ্যালয়ের মাঠের একটি অংশ নদীগর্ভে বিলীন হয়েছে আগেই। যেকোনো সময় ভাঙতে পারে মূল ভবনও। অথচ এ নিয়ে পানি উন্নয়ন বোর্ড, উপজেলা পরিষদ ও শিক্ষা বিভাগের কোনো মাথাব্যথা নেই। তাদের বিষয়টি জানানো হলেও বরাদ্দ না থাকার অজুহাত দেখানো হয়েছে।
স্থানীয়রা জানান, শিক্ষার আলো ছড়াতে বালুয়া উচ্চ বিদ্যালয় ভূমিকা রেখেছে শুরু থেকেই। অনগ্রসর শিশুদের শিক্ষাদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে আড়াই শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। গত বছরের জেএসসি পরীক্ষায় ৫২ জন অংশগ্রহণ করে সকলেই কৃতকার্য হয়। জিপিএ-৫ পেয়েছে পাঁচজন। আর এসএসসিতে ৩১ জন অংশগ্রহণ করে কৃতকার্য হয় ৩০ জন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান সরকার জানান, বিদ্যালয় ভবন নদীগর্ভে বিলীনের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা চেয়ারম্যানকে মৌখিকভাবে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে সেটা কবে হবে তা বলেননি।
পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ মণ্ডল বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে অবগত করেছেন। তবে বরাদ্দ এলে খুব শিগগিরই প্রতিষ্ঠানটির সংস্কার শুরু হবে।’
সান নিউজ/ এআর