নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্টের শিক্ষার্থী অপর্ণা আক্তার ইতিকে (১৯) কুপিয়ে জখম করার ঘটনায় ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন : আজ ঢাকার বায়ু সহনীয়
মঙ্গলবার (৪ এপ্রিল) রাত ১২ টার দিকে বাড্ডা থানার আনন্দনগর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. ইমরান হোসেন ওরফে ঝাওয়ালী ওরফে জালালী ও শাহজাহান।
আরও পড়ুন : রোকেয়া আফজাল রহমান মারা গেছেন
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আবদুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতার দুজনের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২ টি চাপাতি, ১ টি রক্তমাখা শার্ট ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। এ ২ জন পুলিশের কাছে ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
আরও পড়ুন : এখনো পানি ছেটানো হচ্ছে এনেক্সকো টাওয়ারে
গত ২ এপ্রিল রাত ১১ টার দিকে হেঁটে জিম থেকে বাসায় যাচ্ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইতি। রাত সোয়া ১১ টার দিকে আফতাবনগরের সি ব্লকে ইম্পেরিয়াল কলেজের সামনে মেইন রোডে পৌঁছালে ২ ছিনতাইকারী গতিরোধ করে চাপাতি দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করেন। তারা ছাত্রীর হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে যান।
ডিসি আবদুল আহাদ জানান, এ ঘটনার খবর পেয়ে সহকারী কমিশনার মোহাম্মদ তয়াছির জাহান বাবুর নেতৃত্বে বাড্ডা থানার একাধিক পুলিশ টিম ঘটনার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার ও মোবাইল উদ্ধারের কাজ শুরু করে।
আরও পড়ুন : খাগড়াছড়িতে সড়ক অবরোধ
তথ্যপ্রযুক্তি ও ম্যানুয়াল পদ্ধতির সমন্বয়ে ছিনতাইকারীদের শনাক্ত করা হলেও ছিনতাইকারীরা বারবার স্থান পরিবর্তন করে আত্মগোপনের চেষ্টা করে। পুলিশের সাঁড়াশি অভিযানের প্রেক্ষিতে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়।
এসি তয়াছির জাহান বাবুর নেতৃত্বে বাড্ডা থানার একাধিক পুলিশ টিম বিভিন্ন স্থানে একটানা ৪০ ঘণ্টা অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন : জেলেনস্কিকে হুমকি দিলেন পোলিশ কৃষকরা
তিনি জানান, ছিনতাইয়ের ঘটনায় ছাত্রীর ভাই মোহাম্মদ আল আমিন বাদী হয়ে বাড্ডা থানায় অভিযোগ করলে দস্যুতার মামলা রেকর্ড করে পুলিশ।
মামলার তদন্ত কার্যক্রম চলছে। ছিনতাইয়ের ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন : নেত্রকোনায় বিজিবি সদস্যসহ নিহত ২
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতার দুজনের মধ্যে ইমরানের নামে ডিএমপির বিভিন্ন থানায় ৭ টি ও শাহজাহানের নামে ১ টি মামলা আছে।
সান নিউজ/এনজে