আদিল হোসেন তপু, ভোলা: ভোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২৮ মার্চ) সকালে উপজেলা মিলনায়তনের সম্মেলন কক্ষে ভোলা সদর উপজেলার এমপিওভুক্ত বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির ৩২৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবগুলো বিতরণ করা হয়।
ট্যাব বিতরণ অনুষ্ঠানে ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মো: মহিউদ্দিন. উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: মহিউদ্দিন জানান, ২০২২ সালে ডিজিটাল জন শুমারীতে সারাদেশে ব্যবহৃত প্রায় ৩ লাখ ৯০ হাজার ট্যাব স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণের উদ্যোগ গ্রহন করেন। এর ধারাবাহিকতা ভোলা জেলায় ৫৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী ৩২৪ জন শিক্ষার্থীর মধ্যে এ ট্যাবগুলো বিতরণ করা হয়েছে।
সান নিউজ/এনকে