ছবি: সংগৃহীত
শিক্ষা

ভর্তিতে ৭ কলেজে বাড়ছে না আসন

নিজস্ব প্রতিবেদক : এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তির ক্ষেত্রে আসন বাড়ানো হচ্ছে না। গত বছরের অনুরূপ সংখ্যক আসন অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

আরও পড়ুন : গ্রেফতার হতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট!

মঙ্গলবার (২১ মার্চ) ভর্তি পরীক্ষা বিষয়ক বৈঠকে এ তথ্য জানান ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ও ৭ কলেজের সমন্বয়ক অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য।

তিনি জানান, ঢাবি অধিভুক্ত ৭ কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক রূপরেখা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগের বছরের তুলনায় আসন বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন : রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে রিট খারিজ

সুপ্রিয়া ভট্টাচার্য্য বলেন, ৭ কলেজের অবকাঠামোগত সংকট, শ্রেণিকক্ষের সংখ্যা ও ধারণ ক্ষমতার বিষয়টি মাথায় রেখে অতিরিক্ত আসনের বিষয়ে চিন্তা করা হয়নি। আমরা চাই ৭ কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীরা গুণগত মান বজায় রেখেই স্নাতক সম্পন্ন করুক। তাই ধারণ ক্ষমতার স্বাভাবিকতা বজায় রেখেই নতুন শিক্ষার্থী ভর্তি করা হবে।

এ সময় ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ আরও জানান, বিভাগ পরিচালনার সক্ষমতা যাচাইয়ের পর নতুন বিভাগ খোলার আবেদন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমা দেওয়া হয়েছে। এক্ষেত্রে বর্তমান সময়ের আলোকে চাহিদা রয়েছে এমন বিভাগের প্রস্তাবনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবেচনা করে তাদের সিদ্ধান্ত জানাবেন।

আরও পড়ুন : উন্নয়ন ও অগ্রগতির প্রধান অন্তরায় দুর্নীতি

তবে এ বছর ভর্তি হওয়া শিক্ষার্থীরা নতুন বিভাগের সুবিধা পাবেন না। আশা করছি পরবর্তী শিক্ষাবর্ষ থেকে নতুন বিভাগের কার্যক্রম চালু করতে পারব।

প্রসঙ্গত, ১৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : পাবনায় পিকআপ -অটো সংঘর্ষে নিহত ২

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ৭ কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জুন, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ জুন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ জুন অনুষ্ঠিত হবে। এই ৩ ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়া আগামী ২ এপ্রিল থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ চলবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈষম‌বিরোধী আন্দোলনে বেঁচে ফেরার আশা করেনি

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোল&zwnj...

সবজির বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) ব...

জুলাই অভ্যুত্থান নিয়ে শিল্পকলায় ভাস্কর্য কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভা...

নিখোঁজের পর খালে মিলল বেদের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ১০ দিন পর...

স্বামীকে মৃত দেখিয়ে মামলা, নারী আটক

জেলা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধ...

ফ্যাসিবাদ ফিরবে, সতর্ক থাকতে হবে

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, তাই সবাইকে সতর...

নতুন কর্মসংস্থানে সফল উদ্যোক্তা মিতা চাকমা

জেলা প্রতিনিধি: শুরুতে রাঙ্গামাটি থেকে টেক্সটাইলের কাপড় এনে...

ঢাকায় বাইডেনের বিশেষ প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাই...

ফের অটোরিকশা চালকদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার জুরাইনে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা