শিক্ষা

ক্লাসে ফিরছেন শিক্ষকরা

সান নিউজ ডেস্ক : সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান ধানমন্ডি আইডিয়াল কলেজের চলমান সংকট নিরসনে আশ্বাসে দেওয়ায় একাডেমিক কার্যক্রম সচল করার সিদ্ধান্ত নিয়েছে কলেজটির শিক্ষক ও কর্মচারীরা।

আরও পড়ুন: সব সাফল্যের অংশীদার আনসার বাহিনী

শনিবার (১১ ফেব্রুয়ারি) আন্দোলনরত এই কলেজটির শিক্ষক-কর্মচারীরা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ব্যাপক অনিয়ম ও দুর্নীতিকারী গভর্নিং বডির কতিপয় সদস্য ও প্রভাবশালী সভাপতি অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের পদত্যাগ ও কলেজটির গভর্নিং বডি বিলুপ্তির দাবিতে ‘একাডেমিক কার্যক্রম বর্জন' কর্মসূচি গত ৬ ফেব্রুয়ারি থেকে চলমান।

শিক্ষকদের একটি প্রতিনিধিদল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে ধানমন্ডি আইডিয়াল কলেজের সার্বিক অবস্থা ও তাদের যৌক্তিক দাবিগুলো জানান। আরেকটি প্রতিনিধিদল জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাত করে কলেজটির বর্তমান সংকট উত্তরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনার পর যৌক্তিক দাবির বাস্তবায়নে মেয়র ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দেওয়া প্রতিশ্রুতির প্রেক্ষিতে আইডিয়াল কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা চলমান একাডেমিক কার্যক্রম বৰ্জন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন। রোববার থেকে পূর্ব সময়সূচি অনুযায়ী একাডেমিক কার্যক্রম শুরু করবেন তারা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দাবি পুরোপুরি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রমের পাশাপাশি কলেজের অভ্যন্তরে মুক্ত মঞ্চে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন।

আরও পড়ুন: তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে

প্রসঙ্গত, ধানমন্ডি আইডিয়াল কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান ও কতিপয় সদস্যদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে গত ৬ ফেব্রুয়ারি থেকে একাডেমিক কার্যক্রম বর্জন কর্মসূচি পালন করেন কলেজটির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

সান নিউজ/এনজে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা