সান নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে ১ জানুয়ারি বই উৎসব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে ১০ দিন আগেই সব বিদ্যালয়ে নতুন পাঠ্যবই পৌঁছানো শুরু হয়েছে।
আরও পড়ুন: পৃথিবীর কোনো দেশই দুর্নীতি মুক্ত নয়
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জেলা সদরে ২১টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অষ্টম ও ৯নব শ্রেণির পাঠ্যবই সরবরাহ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
সূত্রে জানা গেছে, জেলায় ২০২৩ শিক্ষাবর্ষে ২৫ লাখ ৯৬ হাজার ৬১০টি পাঠ্য বইয়ের চাহিদা রয়েছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৭ লাখ ১৪ হাজার ৫৪০টি, শিবগঞ্জ উপজেলায় ১০ লাখ ৮৬ হাজার ৭১০টি, গোমস্তাপুর উপজেলায় ৩ লাখ ৪৪ হাজার ১৬০টি, নাচোল উপজেলায় ২ লাখ ৯৪ হাজার ৫১০টি ও ভোলাহাট উপজেলায় ১ লাখ ৫৬ হাজার ৬৯০টি পাঠ্যবইয়ের চাহিদা রয়েছে।
আরও পড়ুন: বিনামূল্যে সার পাবে ২৭ লাখ কৃষক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম বলেন, উপজেলার ৭১টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ২১ টি বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণির পাঠ্যবই সরবরাহ করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে বাকি বিদ্যালয়ে পাঠ্যবই সরবরাহ করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার আবদুর রশিদ বলেন, জেলায় ভোকেশনাল স্তরে ৩৯ হাজার ৫৬০ চাহিদার বিপরীতে এখন পর্যন্ত ৩০ ভাগ বই পাওয়া গেছে। বাকি বই শিগগির পাওয়া যাবে।
সান নিউজ/এনকে