সান নিউজ ডেস্ক: নতুন চার বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম চালুর প্রক্রিয়া শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। যার ফলে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীরা জনসম্পদে পরিণত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: কুবির হল বন্ধ ঘোষণা
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের তত্ত্বাবধায়নে খুব শীগ্রই এসব মাস্টার্স প্রোগ্রামের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। প্রোগ্রামগুলো হলো- সাইবার সিকিউরিটি, রোবোটিক্স এন্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং, ইন্টারনেট অফ থিঙ্কস এবং ডাটা সাইন্স প্রোগ্রাম।
রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, যুগের সাথে তাল মিলিয়ে দক্ষ জনসম্পদ তৈরি করাই বিশ্ববিদ্যালয়ের কাজ। সেই লক্ষ্য বাস্তবায়নে এ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন চারটি মাস্টার্স প্রোগ্রাম। যেখানে শিক্ষার্থীরা নিজেদেরকে প্রযুক্তিগতভাবে দক্ষ করে গড়ে তুলতে সক্ষম হবে। ফলে দেশ ও জাতি পাবে দক্ষ জনসম্পদ।
সান নিউজ/এনকে