রাবিতে ভোক্তা অধিকার অধিদফতরের অভিযান
শিক্ষা

রাবিতে ভোক্তা অধিকারের অভিযান

খোরশেদ আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয় : ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫ দোকানীকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

আরও পড়ুন : ভারতের বড় বিনিয়োগের আহ্বান

বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় ক্যাম্পাসের 'টুকিটাকি চত্বরে' রাজশাহী বিভাগের জাতীয় ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল মারুফ অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্ত্বরের তিনটি খাবারের দোকান ও দুইটি স্টেশনারী দোকানে অভিযান চালানো হয়। টুকিটাকি চত্ত্বরের মনিরের খাবারের দোকানকে তিন হাজার, বাবু ও সুমনের দোকানকে দুই হাজার টাকা করে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে দোকানগুলোতে পঁচা পেয়াজ ও আলু পাওয়া গেছে।

অপরদিকে 'টুকিটাকি স্ন্যাকস ও স্টেশনারী' তে মেয়াদউত্তীর্ণ চকলেট পাওয়ায় দোকানের মালিক রফিকুল ইসলামকে ১০ হাজার টাকা ও মেয়াদউত্তীর্ণ কিটকাট ও বিদেশী পণ্যের মূল্য তালিকা এবং আমদানিকারকের নাম না থাকায় 'ফয়জুল এন্ড সন্স' দোকানের মালিক ফয়জুল ইসলামকে পনের হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন : বিশ্বের ভবিষ্যৎ এখন এশিয়ায়

এবিষয়ে জানতে চাইলে রাজশাহী বিভাগের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল মারুফ বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩টি খাবার হোটেল ও ২ টি স্টেশনারীতে অভিযান চালাই।

এসময় ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ২০০৯ সালের আইন অনুযায়ী ৩৭ ও ৫১ ধারায় ৫ টি প্রতিষ্ঠানের মালিককে ৩২,০০০ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে এসব দোকানী মালিক ও সাধারণ শিক্ষার্থীদেরকে সচেতন করার চেষ্টা করেছি। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।'

আরও পড়ুন : ফের বাড়ল এলপিজির দাম

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পুরণজিত মহালদার বলেন, 'আমরা চাই আমাদের শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যসম্মত খাবার পায়। স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতের জন্যে এর আগেও ২০১৮ সালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহযোগিতায় ক্যাম্পাসে অভিযান চালানো হয়েছিল।

এবিষয়ে ভোক্তা অধিদফতরকে অভিযান চালানোর জন্য আমরা অবহিত করি। তারাও এ ব্যাপারে ইতিবাচক ছিলেন। অবশেষে আজকে ক্যাম্পাসের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। শিক্ষার্থীদের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা