রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী চারটি শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন : সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী
সোমবার (২৫ জুলাই) এ পরীক্ষায় আবেদনকারীদের প্রায় ৮৭.৪৫ শতাংশ অংশ নিয়েছেন । এ তথ্য নিশ্চিত করেছেন উক্ত ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শাহেদ জামান।
তিনি বলেন, 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭২ হাজার ৪১০ জন শিক্ষার্থীর অংশগ্রহনের সুযোগ থাকলেও পরীক্ষায় অংশ নেয় ৬৩ হাজার ৩২১ জন। পরীক্ষায় ১ম শিফটে ৮৯ দশমিক ৫৬ শতাংশ শিক্ষার্থী, ২য় শিফটে ৮৯ দশমিক ১১ শতাংশ, ৩য় শিফটে ৮৮ দশমিক ১১ শতাংশ, ৪র্থ শিফটে ৮২ দশমিক ৮০ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলো। মোট শিক্ষার্থীর ১২ শতাংশ অনুপস্থিত ছিলো।
এর আগে সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিং এ উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার সাংবাদিকদের বলেন, আগামীবার থেকে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে আমরা একাডেমিক কাউন্সিলে প্রস্তাব উত্থাপন করবো। ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল কমিটির সাথে আমরা এ বিষয়ে আলোচনা করবো। শিক্ষার্থীদের কষ্ট লাঘবের জন্য আমরা সম্ভাব্য সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করবো। প্রশ্নপত্র ফাঁস রোধে আমরা যথেষ্ট তৎপর ছিলাম।
আরও পড়ুন : প্রতিযোগিতামূলক নির্বাচন চাই
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ক্যাম্পাসের কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সংবাদ আমরা পাইনি। পরীক্ষার্থীগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।
পরীক্ষায় সব রকমের জালিয়াতি রোধে আমাদের সর্বোচ্চ নজরদারি ছিলো। নিরাপত্তার দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্কাউট ও বিএনসিসিরি সদস্যরা কাজ করছেন।
প্রসঙ্গত, এবারের ভর্তি পরীক্ষায় প্রত্যেক ইউনিটে চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর রাবি ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৬৪১টি। এই আসনের বিপরীতে মোট ১ লাখ ৭৮ হাজার ২৬৮টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬৭ হাজার ২৩৭টি, এবং ‘বি’ ইউনিটে ৩৮ হাজার ৬২১টি চূড়ান্ত আবেদন জমা পড়ে। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৪২৯ জন। এবারে এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে।
সান নিউজ/এইচএন