শিক্ষা

ইবিতে বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের নবীন বরণ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ শে জুন) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয় টিএসসিসির করিডোরে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

'কুমিল্লার শ্যামল ছায়ায় গোমতি উদাস কণ্ঠে তাহার মনিহার মেঘনা তিতাস' স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে আগত ২০২০-২১ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় 'বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরাম'। এসময় তাদেরকে ভালবাসার প্রতীক ফুল দিয়ে বরণ করা হয়।

সংগঠনটির সাধারণ সদস্য মুফাচ্ছির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে ছিলেন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. এয়াকুব আলী, অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাকসুদা আক্তার, বিএনসিসি অফিসের উপ-রেজিস্ট্রার মিজানুর রহমান মজুমদার, কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আ.স.ম. শোয়াইব আহমেদ, পরিসংখ্যান বিভাগের শাখা কর্মকর্তা মোহাম্মদ মারুফ সিরাজী প্রমুখ। সকলেই নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক- নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় অধ্যাপক ড. মাহবুবুল আরফিন বলেন, মেধা ও যোগ্যতায় বিভাগসমূহে শীর্ষ স্থান দখল করে নিতে হবে। তবেই নিজ জেলাকে গৌরবান্বিত করা সম্ভব। শিক্ষার্থীদের নিজেদেরকে এগিয়ে নিতে শিক্ষকরা সর্বদা পাশে থাকবেন বলেও আশ্বাস করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক আদিল সরকার। সভাপতিত্ত্ব করেন ফোরামের সভাপতি ফাহাদ আল ফারাবী। এদিকে অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে সদ্য সাবেক সভাপতি হোসাইন মজুমদার ও আব্দুল কাদের শাহ নেওয়াজ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে অধ্যাপক ড. মাহবুবুল আরফিন সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন৷ পরে সকলে প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা