শাবি ক্যাম্পাসে বন্যার পানি
শিক্ষা

শাবি ক্যাম্পাসে বন্যার পানি

সাননিউজ ডেস্ক: শুক্রবার সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ জানিয়েছে, পানি উঠলেও পরীক্ষা নির্দিষ্ট সময়েই শুরু হবে। ক্যাম্পাসের আইসিটি ভবনের দ্বিতীয় তলায় পরীক্ষা হবে। শাবির গেট থেকে নিজস্ব বাস দিয়ে সব পরীক্ষার্থীকে হলে নেয়া হবে।

আরও পড়ুন: বানভাসি মানুষ উদ্ধারে সেনাবাহিনী

সিলেটে বন্যা পরিস্থিতি ফের অবনতির দিকে। প্লাবিত হয়েছে নগরীসহ বিভিন্ন উপজেলার রাস্তাঘাট। পানি প্রবেশ করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও। এতে বিপাকে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

১৯৯৮ সালের পর এবারই প্রথম ক্যাম্পাসে পানি প্রবেশ করেছে বলে জানিয়েছেন শিক্ষকরা।

এর মধ্যেই শুক্রবার সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ জানিয়েছে, পানি উঠলেও পরীক্ষা নির্দিষ্ট সময়েই শুরু হবে।

বুধবার থেকে জেলায় বন্যা পরিস্থিতি দেখা দেয়। বৃহস্পতিবার তা অবনতির দিকে যেতে থাকে। দিনভর বাড়তে থাকে পানি, প্লাবিত হতে থাকে নতুন নতুন এলাকা।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বৃহস্পতিবার বিকেল থেকে পানি ঢুকতে শুরু করে। এরই মধ্যে তলিয়ে গেছে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক। তবে এখনও শ্রেণিকক্ষ বা প্রশাসনিক ভবনে পানি ওঠেনি।

সরেজমিনে দেখা গেছে, ক্যাম্পাসে প্রবেশের সড়ক, চেতনা-৭১-এর সামনের অংশ, অ্যাকাডেমিক ভবন এ, বি, ডি, ই এর সামনে, ইউনিভার্সিটি সেন্টার, প্রথম ছাত্রী হলের সামনের সড়ক তলিয়ে গেছে পানিতে। অনেক জায়গায় হাঁটুপানিও জমেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হলের ছাত্রী রায়হানা ইসলাম বলেন, ‘বন্যার পানি বাড়ার কারণে হলের খাবার পানির মোটর খুলে ফেলা হয়েছে। ফলে হলে খাবার পানির সংকট দেখা দিয়েছে। এর মধ্যে সন্ধ্যা (বৃহস্পতিবার) থেকে বিদ্যুৎ নেই।

‘পানি উঠে যাওয়ায় ক্যাম্পাসে প্রবেশের সড়কে যান চলাচল করছে না। ফলে আমরা বাইরে থেকেও খাবার পানি আনতে পারছি না।’

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা হলের প্রভোস্টসহ সবার সঙ্গে কথা বলেছি। ক্যাম্পাস ও হলের আশপাশে পানি বাড়ায় পোকামাকড় ও সাপের উপদ্রব বাড়ছে। হলের শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলেছি।’

আরও পড়ুন: ইউক্রেনকে ‘ইইউ’ মর্যাদা দেওয়া উচিত

তিনি হলের শিক্ষার্থীদের উদ্দেশে রাতে ঘুমানোর সময় দরজা-জানালা ভালোভাবে বন্ধ করে মশারি টানিয়ে ঘুমানোর পরামর্শ দিয়েছেন।

এই শিক্ষক বলেন, ‘১৯৯৮ সালের পর এবার শাবি ক্যাম্পাসে বন্যার পানি প্রবেশ করেছে। বিগত ২২ বছরে এমন পানি আর হয়নি।’

শুক্রবারের ভর্তি পরীক্ষা যথাসময়ে হবে জানিয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ বলেন, ‘শাবিতে মাত্র ৭০ জন পরীক্ষার্থী শুক্রবার সকাল ১০টায় ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা