জান্নাত জাহান জুঁই, নজরুল বিশ্ববিদ্যালয় : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৭ দিনব্যাপী চলমান নাট্যোৎসবের পর্দা নামল আজ।
আরও পড়ুন : কারও কাছে মাথানত করিনি
শনিবার (১১ জুন) সেলিম আল দীন রচিত চাকা নাটকের মাধ্যমে নাট্যোৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।নাটকটির নির্দেশনায় ছিলেন সামিউল হক হিমেল ও মো: সোহেল রানা।
গত ৫ই জুন থেকে নাট্যোৎসবটি চলমান ছিল। সাতদিন ব্যাপী এই নাট্যোৎসবে অংশগ্রহণ করেছিল বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে সফল হয়েছে নাট্যােৎসব। এছাড়া আয়োজনটিকে সফল করতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা নানাভাবে তাদের কে সহযোগিতা করেছে।
আরও পড়ুন : তাইওয়ানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি
প্রসঙ্গত, ৭ দিনব্যাপী নাটকের ১ম দিনের আয়োজনে ছিল আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা,ডেথ নক,গাঙচিল। দ্বিতীয় দিনের আয়োজনে ছিল নাটক দ্যা এক্সিডেন্টাল ডেথ অফ এন এনারচিস্ট,পাখি,দ্যা মিশন। ৩য় দিন ছিল নাটক ব্যথা সামান্য, রূপের আড়ালে,পারগেটরি।
৪র্থ দিন নাটক শয়তানের সাকরেদ,অদ্ভুত অন্ধকার, একটিন বার্নিশ।
৫ম দিনে ছিল নাটক গুরু শিষ্য সমাচার, লেডি আওই, অতঃপর বিষাদসিন্ধু।
৬ষ্ঠ দিন নাটক ক্লাভিগো,মাইলপোস্ট, দেওয়ান ভাবনা।৭ম দিন অর্থাৎ শেষদিনের আয়োজনে ছিল নাটক ওয়াইল্ড ডাক,চাকা।
প্রতিদিন ৩ টি করে নাটকের মাধ্যমে নাট্যোৎসবের সফল সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
সান নিউজ/এইচএন