শিক্ষা

পান থেকে চুন খসলেই মার খায় সিনিয়র!

আদিল সরকার, ইবি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে একের পর জুনিয়র কর্তৃক সিনিয়র লাঞ্ছনাসহ মারধরের ঘটনা ঘটছে। ঘটনায় কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ দেয়ার পরেও বিচার পান না ভুক্তভোগীরা। ফলে এরুপ লাঞ্ছনার ঘটনা একের পর এক ঘটেই চলছে। এদিকে অভিুযুক্তরা ছাত্রলীগ নেতাদের অনুসারী হওয়ায় বারবার পার পেয়ে যান বলে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২১ মে সাদ্দাম হোসেন হল গেটে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাদরিল হাসান নামের এক সিনিয়র শিক্ষার্থীকে মারধর করেছে জুনিয়র এক ছাত্রলীগ কর্মী। ভুক্তভোগী ওই শিক্ষার্থী বাইসাইকেল নিয়ে হলে ঢুকার সময় মাঝ রাস্তায় দাড়িয়ে থাকে ধ্রুব ও রায়হান নামের দুই ছাত্রলীগ কর্মী। এসময় তাদের রাস্তা থেকে সরে দাড়াতে বললে ওই সিনিয়র শিক্ষার্থীর সাথে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে সিনিয়র ওই শিক্ষার্থীকে থাপ্পড় ও পরবর্তীতে বন্ধুদের নিয়ে মারধর করে ওই ছাত্রলীগ কর্মী। অভিযুক্ত ফারহান লাবীব ধ্রুব বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়া সে শাখা ছাত্রলীগের নেতা ফজলে হাসান রাব্বির অনুসারী। এর আগেও ধ্রুবের বিরুদ্ধে সিনিয়রকে মারধরের অভিযোগ রয়েছে।

এদিকে ঘটনার পরদিন ভুক্তভোগী ওই শিক্ষার্থী জুনিয়র কর্তৃক লাঞ্ছনা ও হামলার বিচার চেয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন। তবে অভিযোগের প্রেক্ষিতে প্রক্টর উভয়কে ডেকে বিষয়টি মিউচুয়াল করতে
চান। তবে ভুক্তভোগী মিউচুয়ালের বিষয়ে অপারগতা প্রকাশ করলে তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে জানান প্রক্টর।

এদিকে গত বছরের ১৬ ডিসেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের লেক এলাকায় এক জুনিয়র ছাত্রলীগকর্মী মাস্টার্সের এক শিক্ষার্থীকে মারধরের করেন। অভিযুক্ত ওই ছাত্রলীগ কর্মী লেকে সরু রাস্তায় জোরে মোটরসাইকেল চালানোর সময় ওই সিনিয়র তাকে আস্তে চালাতে বলায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে ওই ছাত্রলীগকর্মী ক্ষিপ্ত হয়ে সিনিয়র ওই শিক্ষার্থীকে হেলমেট ও লাঠি দিয়ে পেটায়। পরে ঘটনাস্থল থেকে সাধারণ শিক্ষার্থীরা ওই শিক্ষার্থীকে আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে যায়।

অভিযুক্ত জামিল হোসেন লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। এছাড়া সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শাহাজালাল ইসলাম সোহাগের অনুসারী। মারধরের এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ দেয়ার প্রায় ৬ মাস হলেও এর কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।

এছাড়া একই বছরের ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের আরেক সিনিয়র শিক্ষার্থীকে পিটিয়েছেন একই বিভাগের জুনিয়র শিক্ষার্থীরা। ভুক্তভোগী আরিফ হাসান বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এদিকে অভিযুক্ত সকলেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। নিজের গ্পেরুর কর্মী হওয়ায় রাতের বেলায় উভয়কে ডেকে প্রাথমিকভাবে বিষয়টি সমাধান করেন ছাত্রলীগের নেতারা।

জুনিয়র কর্তৃক সিনিয়রদের লাঞ্ছিত হওয়া ও মারধরের শিকারের একাধিক ঘটনা ঘটার পরেও এসবের কোন ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে একের পর এক ঘটনা ঘটেই চলছে। বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভের শেষ নেই। প্রতিটি ঘটনা তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। অন্যথায় ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে বলে জানান তারা।

এছাড়া ছাত্রলীগের ছত্রছায়ায় থেকে জুনিয়র কর্মীদের এমন আচরণে সিনিয়র নেতাদেরই দুষছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, নিজের গ্রুপের ক্ষমতা দেখাতে জুনিয়র কর্মীদেরকে নিজের ইচ্ছেমতো চলার নির্দেশ দিয়ে থাকেন নেতারা। এ সুযোগে জুনিয়র কর্মীরা আরও বেপরোয়া হয়ে উঠছেন। এনিয়ে ক্যাম্পাসে সিনিয়র শিক্ষার্থীদের নিরাপত্তা সঙ্কায়ও থাকতে হচ্ছে বলে জানিয়েছেন অনেকে।

এসব বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, যতগুলো লিখিত অভিযোগ আছে তা প্রক্রিয়াধীন রয়েছে। আসলে কয়েকদিন পর নিজেরা এসেই মিউচুয়াল হয়েছে বলে
জানায়। তখন আর কিছু করার থাকে না। আর সর্বশেষ ঘটনাটির বিষয়ে তদন্তের দায়িত্ব দিয়েছি। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুমিল্লায় গোমতী নদীতে অবৈধ বালু উত্তোলন: ৬ ট্রাক জব্দ, ১ জনের জেল

কুমিল্লার গোমতী নদীর চরে অবৈধভাবে বালু উত্তোলনে ০৬...

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ আহত চার

বগুড়ার রেলওয়ে এলাকায় ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হ...

ভালুকায় নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধ ও মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ এবং মাদকমু...

ফেন্সিডিল ও মদসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নীলফামারীতে ফেন্সিডিল ও বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী...

ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলনে কৃষকরা খুশি

ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। এসব মিষ্টি কুমড়া যাচ্ছে দেশে...

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ আহত চার

বগুড়ার রেলওয়ে এলাকায় ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হ...

ফেন্সিডিল ও মদসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নীলফামারীতে ফেন্সিডিল ও বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী...

ভালুকায় নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধ ও মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ এবং মাদকমু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা