খোরশেদ আলম, রাবি : ছাত্রদল-শিবির'কে প্রতিহতের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ।
আরও পড়ুন : যুদ্ধ না, আমরা শান্তি চাই
রবিবার(২৯ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা এই ঘোষণা দেন।
কর্মসূচিতে শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ছাত্রদল-ছাত্রশিবির সবসময় ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি করে পড়াশোনার পরিবেশ নষ্ট করে। দেশ যখন উন্নয়নের মহাসড়কে তখনই অছাত্র ছাত্রদল অরাজক পরিবেশ তৈরী করে বিশৃঙ্খলা সৃষ্টি করাছে।
তাই যেখানেই ছাত্র নামধারী এই অছাত্রদের পাওয়া যাবে সেখানেই সাধারণ ছাত্রদের নিয়ে ছাত্রলীগ প্রতিরোধ গড়ে তুলবে।
আরও পড়ুন : নেপালে ২২ আরোহীসহ বিমান নিখোঁজ
এ সময় কর্মসূচিতে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, 'ছাত্রদল-ছাত্রশিবির যদি এ বিশ্ববিদ্যালয়ে কোন অরাজকতা সৃষ্টি করতে চায়, তবে তাদের প্রতিহত করতে ছাত্রলীগের সকল নেতাকর্মীরা প্রস্তুত আছেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা সর্বদা সচেষ্ট আছি।'
শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন,'ছাত্রদলের অছাত্ররা যখনি ক্যাম্পাসে প্রবেশ করে সাধারণ শিক্ষার্থীরা তখন ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। ঢাবিতে ঘটনার প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ছাত্রদলের ক্যাডাররা একত্রিত হওয়ার চেষ্টা করেছিল।
আরও পড়ুন : গাছে সঙ্গে বাসের ধাক্কা, নিহত বেড়ে ১০
এই ছাত্রদল ষড়যন্ত্রে লিপ্ত হয়ে শিক্ষার পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করেছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে গণপিটুনি দিয়ে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেন। একাত্তরের পরাজিত শক্তি যাদের জনপ্রিয়তা ও ছাত্রত্ব নেই তাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা কখনোই মেনে নেবে না।'
আরও পড়ুন : ব্রাজিলে ভূমিধসে নিহত বেড়ে ৩৫
মানববন্ধনে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালানায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি জাকিরুল ইসলাম জ্যাক, সহ-সভাপতি আমিরুল ইসলাম লিংকন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লা-হিল- গালিব, উপ-ধর্ম বিষয়ক তাওহীদ দুর্জয় প্রমুখ। কর্মসূচিতে প্রায় দুইশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সান নিউজ/এইচএন