শিক্ষা

শ্রেষ্ঠ রোভার শিক্ষক মনোনীত হয়েছেন বশেমুরবিপ্রবির মজনুর ও সাকিব

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: শিক্ষা সপ্তাহ-২০২২ এ গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ রোভার শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন গোপালগঞ্জ জেলা রোভার সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মজনুর রশিদ এবং শ্রেষ্ঠ রোভার হিসেবে মনোনীত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট সাকিব হোসেন হৃদয়।

এ বিষয়ে সাকিব হোসেন হৃদয় বলেন, বিষয়টি সত্যিই অনেক আনন্দের। কিন্তু এই আনন্দের পিছনের গল্পটা খুব একটা মসৃণ ছিল না। অনেক ধৈর্য্য, একাগ্রতার ফসল আজকের এই অর্জন। এ অর্জন শুধু আমার নয়, আমার শ্রদ্ধেয় আব্বু-আম্মু, সম্মানিত শিক্ষকমণ্ডলীর যারা আমাকে প্রতিটি ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছেন ৷ আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

এছাড়া শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপ হিসেবে মনোনীত হয়েছে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক মাহে আলম (স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়), শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক মাহামুদ আলী খন্দকার (সরকারি বঙ্গবন্ধু কলেজ), শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক সোনেকা রায় (বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়), শ্রেষ্ঠ রেঞ্জার মোসা: শিউলি খানম (সরকারি বঙ্গবন্ধু কলেজ), শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষার্থী মিরাজুল ইসলাম (সরকারি বঙ্গবন্ধু কলেজ), শ্রেষ্ঠ স্কাউট তানভীর কাজী (স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়), শ্রেষ্ঠ গার্ল গাইড বন্যা বিশ্বাস (গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়)।

শিক্ষা সপ্তাহ-২০২২, কয়েক বছর করোনা মহামারীর কারণে বন্ধ থাকার পর শিক্ষা প্রতিষ্ঠান চালুর সাথে সাথে শিক্ষা সপ্তাহ চালু হয়েছে। নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা পর্যায়ে প্রতিযোগিতার পর গত ২৪শে মে স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় গোপালগঞ্জ জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলার ৫ টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক শিক্ষার্থী, হামদ, নাত, নাচ,গান, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, স্কাউট, রোভার, বিএনসিসি, গার্লগাইডস, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ স্কাউট প্রতিষ্ঠান বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত হয়। উল্লেখ্য, জেলা পর্যায়ের বিজয়ীর বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা