বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে বিশ্ব ডিএনএ দিবস পালিত হয়েছে।
আরও পড়ুন : বিকল্প খেলার মাঠ ব্যবস্থা করা পুলিশের দায়িত্ব নয়
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ে প্ল্যাটফর্ম জুমে দিবসটি উদযাপন করা হয়।
ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড (DNA) একটি নিউক্লিক অ্যাসিড, যা জীবদেহের গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। সকল জীবের ডিএনএ জিনোম থাকে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. হাসিনা খান বলেন, 'প্রতিটি জীনের নির্দিষ্ট কাজ থাকে। জিন যদি পরিবর্তিত হয়ে যায় তাহলে জিন তার আগের সে কাজ আর করতে পারেনা ।
আরও পড়ুন : মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো ছায়াযুদ্ধে জড়িয়েছে
ডিএনএ সিকোয়েন্স এনালাইসিস এর মাধ্যমে একটি কলোনিতে কতগুলা অনুজীব আছে, কি ধরনের অণুজীব আছে তা সহজেই নির্ণয় করা যায়। বর্তমানে ডিএনএ এডিটিং এর মাধ্যমে জীবের বিভিন্ন ধরনের সমস্যা খুব সহজেই সমাধান করা যাচ্ছে।'
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, 'ডিএনএ আবিষ্কারের মাধ্যমে চিকিৎসা, কৃষিসহ জীববিজ্ঞানের বিভিন্ন সেক্টরে যুগান্তকারী পরিবর্তন দেখা দিয়েছে।
আরও পড়ুন : ঘর পাওয়া মানুষের হাসি সব থেকে ভালো লাগে
জিনোম সিকোয়েন্স আবিষ্কারের মাধ্যমে চিকিৎসাবিজ্ঞানের ডায়াগনসিস, থেরাপি, চিকিৎসাসহ সকল ক্ষেত্রে এক অভাবনীয় সাফল্য দেখা দিয়েছে।'
স্বাগতা বৃতি রায় গুপ্তা ও স্মরণ জাহান সরদারের সঞ্চালনায়, আবিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এবং অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : জাফর ইকবাল হত্যাচেষ্টায় হামলাকারীর যাবজ্জীবন
এসময় সায়েন্স ক্লাবের উপদেষ্টা, সদস্য এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জেমস ওয়াটসন, ফ্রান্সিস ক্রিক, মরিস উইলকিনস এবং রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন ১৯৫৩ সালের ২৫ শে এপ্রিল দ্বৈত হেলিক্স ডিএনএ আবিষ্কার করেছিলেন। যা আবিষ্কারে ফলে পৃথিবীতে মেডিসিন, ফরেনসিক এবং কৃষিখাতের দ্রুত উন্নতি হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভস ২০০৩ সালে ২৫ এপ্রিলকে বিশ্ব ডিএনএ দিবস হিসেবে ঘোষণা করে।
সান নিউজ/এইচএন