সান নিউজ ডেস্ক: দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল রোববার (২৪ এপ্রিল) বিকেলে প্রকাশিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন। এরপরই ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে।
আরও পড়ুন: জাপানে পর্যটকবাহী জাহাজ ডুবে নিখোঁজ ২৬
রোববার (২৪ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব।
তিনি বলেন, ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজই প্রকাশিত হবে। দুপুর ২টা থেকে তিনটার মধ্যে ফলাফল প্রকাশিত হবে।
গত ২২ এপ্রিল ডেন্টালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য প্রায় ৬৫ হাজার ৯০৭ জন আবেদন করে।
এর আগে ২০ মার্চ সকাল থেকে ৩০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ করা হয়। এরপর প্রবেশপত্র সংগ্রহের সময় ছিল ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত।
সাননিউজ/এমআরএস