শনিবার, ১২ এপ্রিল ২০২৫
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা
শিক্ষা প্রকাশিত ৯ এপ্রিল ২০২২ ০৯:১৬
সর্বশেষ আপডেট ৯ এপ্রিল ২০২২ ০৯:১৬

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

রাবি প্রতিনিধি: ফেসবুক টাইমলাইনে স্ট্যাটাস দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক সাবেক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন: বাসে ঘুমন্ত সুপারভাইজার খুন, আটক ১

শুক্রবার ( ৮ এপ্রিল ) রাত সাড়ে তিনটায় নিজ বাড়িতে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

ওই শিক্ষার্থীর নাম সোহাগ খন্দকার । তিনি রাবির চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। তার বাসা নীলফামারী জেলায়। বিষয়টি নিশ্চিত করেছেন চারুকলা অনুষদের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুর আহম্মেদ।

তিনি বলেন, গতকাল রাতে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেন তিনি। পরে মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যুবরণ করেন তিনি।

আত্মহত্যার পূর্বে ৮ ঘন্টার ব্যবধানে সোহাগ তার ফেসবুক ওয়ালে ৪টি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসগুলো হল- ভালো থাকুক সেসব মানুষ যারা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। যার কাছে অন্যের গুরুত্ব নাই বললেই চলে, যদি কেউ আমার উপর কষ্ট নিয়ে থাকেন। আল্লাহর দোহাই মাফ করে দিবেন,জীবনের কাছে হার মেনে গেলাম। আমি আর পারলাম না, এবং একটা মানুষ যখন তার জীবনের কাছে হেরে যায় তখন আর করার কিছু থাকে না।

আরও পড়ুন: নারকেলগাছ চাপা পড়ে এক নারীর মৃত্যু

সোহাগের সহপাঠী সূত্রে জানা গেছে, সোহাগের ফেসবুকের স্ট্যাটাস দেখে স্থানীয়রা তার বাসায় এসে তাকে ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেলে দরজা ভেঙে তার কক্ষে প্রবেশ করে এবং তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সৈয়দপুর পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক মো. আব্দুস সোবহান বলেন, বিষয়টি আপনাদের (সাংবাদিকদের) কাছ থেকে শুনেছি। তার পরিবার থেকে কোনো তথ্য এখনো পাইনি। যদি ঘটনা সত্য হয় তবে তা খুব বেদনাদায়ক। আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না।

এ ঘটনায় সোহাগের শিক্ষক অধ্যাপক সুশান্ত কুমার অধিকারী (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক) সুশান্ত কুমার অধিকারী বলেন, ওই শিক্ষার্থী আমার একজন প্রিয় শিক্ষার্থী ছিলো। জানতে পেরেছি পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছে সে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (১২ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

নববর্ষ শোভাযাত্রা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বানানো দু...

কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছেন এক শিক্ষার্থী

জয়পুরহাট জেলা কারাগার থেকে সিরাজুল ইসলাম (১৮) নামে...

সরকার কোন মেডিক্যাল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়নি-মহাপরিচালক

সরকার দেশের কোন মেডিকেল কলেজ বন্ধ করতে চায় না বা ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা