আদিল সরকার, ইবি: হিজাব-নিকাব পরিহিত অবস্থায় মহিলাদের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সেবা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।
আরও পড়ুন: কোম্পানীগঞ্জে ভাবিকে ধর্ষণের দায়ে দেবর গ্রেফতার
সোমবার (২৭ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে শিক্ষার্থীরা হিজাব-নিকাব পরিধান করে তাদের জন্য যেন বিকল্প বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে সকল ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ দেয়া হয় তার দাবি করেন। এছাড়া জাতীয় পরিচয়পত্র, ব্যাংক একাউন্ট সহ রাষ্ট্রীয় সকল সুবিধা নিশ্চিত করার কথা জানান।
এ সময় শিক্ষার্থীরা ‘পর্দা করা আমাদের সংবিধানিক অধিকার’ ‘কান দেখানো ছবি নয়; বায়োমেট্রিকে সব হয়’ ‘কান দেখিতে চাহিয়া লজ্জা দিবেন না’ ‘বায়োমেট্রিক পদ্ধিতে জাতীয় পরিচয় পত্র কেন নয়?’ ইত্যাদি শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
সান নিউজ/এমকেএইচ