আদিল সরকার, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে একমাত্র বৈধ কমিটি হলো ‘বঙ্গবন্ধু পরিষদ’। রোববার (২৭ মার্চ) কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. এস এ মালেক স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। একই সাথে এই সংগঠনের বর্তমান কমিটিই বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে বলে নিশ্চিত করা হয়।
আরও পড়ুন: বুলবুল ছুরিকাঘাতে নিহত
বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ২০১৯ সালের ৩১ ডিসেম্বর কেন্দ্র অনুমোদিত কমিটির সভাপতি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহামান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের নেতৃত্বে কার্যক্রম পরিচালনা করছে তা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের একমাত্র বৈধ কমিটি। নিয়ম মাফিক মেয়াদ থাকা পর্যন্ত একমাত্র এ কমিটিই বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
প্রসঙ্গত, গত শনিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধে নাম না ডাকা স্বত্ত্বেও জোর করে ফুল দিতে যায় কেন্দ্রের বাহিরে গিয়ে খুলা বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট। এসময় তাদেরকে বাধা দিলে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের (কেন্দ্র ঘোষিত) শিক্ষকদের সাথে কয়েক দফায় হাতাহাতি হয়।
সান নিউজ/এমকেএইচ