মেহেদী হাসান সাকিব, বশেমুরবিপ্রবি: পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সব শিক্ষার্থীদেরই স্বপ্ন থাকে। সেই স্বপ্নের কাছে পৌঁছেও যেনো অধরা হয়ে গিয়েছিলো আয়েশা রেজোয়ানা পদ্মর কাছে!
আরও পড়ুন: পায়রা সেতু নির্মাণে চুক্তি সই
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিপোর্টিং এর মাধ্যমে পরিসংখ্যান বিভাগে ভর্তির সুযোগ পায় পদ্ম। কিন্তু বাসা থেকে রওনা দিয়েও ২১ মার্চ নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে ব্যর্থ হয় পদ্ম। পরবর্তীতে বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সাংবাদিকদের বিষয়টি দৃষ্টিগোচর হলে রাতেই পরিসংখ্যান বিভাগের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন ও শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ কামরুজ্জামানের সাথে যোগাযোগ করেন বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে.এম. ইয়ামিনুল হাসান আলিফ। পরবর্তীতে ভর্তি কমিটির সহযোগিতায় আজ ২২ মার্চ ওই শিক্ষার্থীর ভর্তি সম্পন্ন হয়। স্বপ্ন পূরণ হয় আয়েশা রেজোয়ানা পদ্মর।
স্বপ্ন পূরণে উচ্ছ্বসিত আয়েশা রেজোয়ানা পদ্ম বলেন, আমার বাড়ি পাবনা জেলায়। আমি অনেক চেষ্টা করেও বিকাল ৫ টার মধ্যে উপস্থিত হতে পারিনি। পরবর্তীতে বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সদস্যদের চেষ্টায় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। আমি সবার প্রতি কৃতজ্ঞ।
আরও পড়ুন: ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
পরিসংখ্যান বিভাগের সভাপতি মোঃ কামাল হোসেন বলেন, শিক্ষার্থীদের জন্য কোনো কাজ করতে পারলে সব সময়ই ভালো লাগে। পদ্মর জন্য শুভ কামনা থাকবে।
সান নিউজ/এমকেএইচ