নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্ট্র্যাটেজিক ফার্ম বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: কানাডার ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা
বুধবার (১৬ মার্চ) সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর কৃষি অর্থ সংস্থান ও ব্যাংকিং বিভাগের প্রফেসর ড. আক্তারুজ্জামানের সভাপতিত্বে পবিপ্রবি কৃষি অনুষদের সম্মেলন কক্ষে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন টেক্সাস স্টেট ইউনির্ভাসিটি, ইউএএস এর কৃষি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও প্রকল্পের ইনভেষ্টিগেটর প্রফেসর ড. মদন মোহন দে, পবিপ্রবি ইকোনোমিক্স এ্যান্ড সোশিওলজি বিভাগ প্রফেসর বদিউজ্জামান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মোঃ জাকির হোসেন ও জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা ইমদাদুল্লাহ।
পবিপ্রবি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোঃ তকিবুর রহমান।
আরও পড়ুন: দ্বিতীয় ডোজ নেওয়ার ৪ মাস পর বুস্টার
ইউএসএআইডি এর অঙ্গ সংগঠন, ফিড দ্যা ফিউচার ইনোভেশন ল্যাব ফর ফিশ এর অর্থায়নে প্রশিক্ষণে দুমকি উপজেলার ৩৬ জন মৎস্য চাষীরা অংশগ্রহণ করেন।
সান নিউজ/এমকেএইচ