মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
শিক্ষা প্রকাশিত ৪ মার্চ ২০২২ ১১:১৩
সর্বশেষ আপডেট ৪ মার্চ ২০২২ ১১:১৩

চলতি মাসেই মাধ্যমিকের ক্লাস শুরু

সান নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আশা প্রকাশ করেছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি কমে আসায় প্রাথমিকের পর চলতি মাসের মাঝামাঝিতে মাধ্যমিকের ক্লাশও পুরোদমে শুরু করার।

আরও পড়ুন:বিএসসির ভুলে নাবিকের প্রাণহানি

শুক্রবার রাজধানীর গুলশানে স্টাডি ইন ইন্ডিয়া এডুকেশন ফেয়ার-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এ বিষয়ে আশা প্রকাশ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, আশা করছি, এ মাসের মাঝামাঝি থেকেই আমরা মাধ্যমিকে পুরোদমে ক্লাশ শুরু করতে পারব।

করোনার দুই ডোজ টিকা পাওয়া শিক্ষার্থীদের নিয়ে গত ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ে সরাসরি ক্লাশ শুরু করা হয়। এর আগে একমাস অনলাইনে ক্লাশ নেওয়া হয়। তবে মাধ্যমিকের ক্লাশ সপ্তাহের সবদিন নেওয়া হয়নি। শ্রেণিভিত্তিক রুটিনে সীমিত সংখ্যায় ক্লাশ হচ্ছে ষষ্ঠ থেকে দশম পর্যন্ত।

আরও পড়ুন:গণহত্যার অভিযোগে গ্রেফতার ২

পুরোদমে ক্লাস শুরু হলে ব্লেন্ডেড এডুকেশন কীভাবে চলবে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, আমরা নীতিমালা তৈরি করছি। ২৬ মার্চ প্রধানমন্ত্রীর কাছে সেটা তুলে দেওয়ার কথা রয়েছে, এজন্য কার্যক্রম চলছে। সেটা হয়ে গেলে ঠিক করব কীভাবে, কোথায়, কখন প্রয়োগ করব। সেক্ষেত্রে আমাদের অনেক প্রস্তুতি নিতে হবে। আমরা যে অনলাইন ক্লাশ করছি সেটা সেই অর্থে পুরো ব্লেন্ডেড এডুকেশন না।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সরাসরি ও অনলাইন ক্লাশের মিশ্র পদ্ধতিকে বলা হচ্ছে ব্লেন্ডেড এডুকেশন। সেজন্য শ্রেণিকক্ষগুলোকে সেভাবে তৈরি করতে হবে। আমাদের প্রশিক্ষণ চলছে, এটা আরও দিতে হবে। কাজেই এই মুহূর্তে সব কাজ হয়ে যাচ্ছে তা কিন্তু না।

আরও পড়ুন:ইউক্রেনে রুশ জেনারেল নিহত

দীপু মনি মনে করেন, করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে হওয়া উচিত, সেটাই যৌক্তিক।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজায় গণহত্যার প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানালো মুক্তিজোট

গাজায় গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জ...

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল অবরোধ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞ...

'শূন্যতা থাকে না, মানুষ অন্য দেশে সমাধান খুঁজে নেয়'

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারত ভিসা দেবে কি না, সেটা তাদের...

ফরিদপুরে বাস উল্টে খাদে, নিহত বেড়ে ৭

ফরিদপুরের সদরে যাত্রীবাহী বাস খাদে পড়ার ঘটনায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা